Ajker Patrika

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: বিধ্বস্ত ভবন ঝুঁকিতে, ভেতরে গ্যাসের গন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২২: ৩৫
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: বিধ্বস্ত ভবন ঝুঁকিতে, ভেতরে গ্যাসের গন্ধ

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণে সবচেয়ে বিধ্বস্ত ভবনটি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা। 

আর ভবনের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার। 

মঙ্গলবার রাতে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা এসব কথা বলেন।

রাজউক চেয়ারম্যান বলেন, ‘এই মুহূর্তে ভেতরে কেউ আটকা থাকতে পারে। পুলিশ থেকে শুরু করে রাজউক কর্মকর্তারা ভবন মালিকের সাথে কথা বলেছেন। ভবনের ভেতর থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভেতরে থাকা মালামাল সরিয়ে নিতে ফায়ারের কর্মীরা কাজ করছেন। এ ঘটনার পর ভবনটির বেজমেন্টে এখনও কেউ আটকা আছে কি না তাও দেখছেন ফায়ারের কর্মীরা।

আনিছুর রহমান মিঞা বলেন, ‘মনে হচ্ছে ভবনটিতে লিকেজ ছিল। এ কারণে অনেক গ্যাস জমে থাকতে পারে। হয়ত তখন কেউ ম্যাচের কাঠি জ্বালানোর ফলে এমন ঘটনা ঘটতে পারে। তবে ফায়ারের কর্মকর্তারা এখনো চূড়ান্তভাবে কিছু বলেনি।’

একই বিষয় তুলে ধরে অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, ‘ভেতরে গ্যাসের গন্ধ পেয়েছেন ফায়ারের কর্মীরা। তবে এখনই বিষয়টি বলা যাচ্ছে না কি কারণে এমন ঘটনা ঘটেছে।’ 

সাইন্সল্যাব এলাকার বিস্ফোরণের সঙ্গে ঘটনার সাদৃশ্য আছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, 'দুটি দুই ধরনের ঘটনা। ওই ঘটনায় আর এই ঘটনায় পৃথক রিপোর্ট দেয়া হবে। কী কারণে দুটি ঘটনা ঘটলো তা তদন্তে উঠে আসবে।’

আরও খবর পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত