নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতির অভিযোগে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছেন, তাতে সরকারের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আজ রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক ভেঙ্কারা সুব্রাহ্মানিয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করে মন্ত্রী।
কয়েক দিন আগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৮৩টি দলিলে থাকা সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ২৭টি ব্যাংক হিসাবসহ আর্থিক লেনদেন হওয়া মোট ৩৩টি হিসাব জব্দ থাকবে বলেও আদালত নির্দেশ দেন।
এ ছাড়া আজ আরও ১১৩টি দলিলের সম্পত্তি এবং গুলশানের চারটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা শেয়ার ও সোনালী ব্যাংকের সঞ্চয়পত্র অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশকে দেওয়া আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির বিষয়ে সংস্থাটির কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের একপর্যায়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের প্রসঙ্গ আসে। সাংবাদিকেরা তথ্যটির প্রতি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে, অর্থমন্ত্রী বলেন, ‘সাবেক সেনাপ্রধানও ধরা পড়েছেন। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও বিষয়টি তো জনসমক্ষে চলে এসেছে।’ অর্থমন্ত্রী সাংবাদিকদের উল্টো প্রশ্ন করে বলে, ‘সাবেক সেনাপ্রধান কি ধরা পড়েছেন? সব সম্পত্তি জব্দ করার আদেশ এসেছে?’ তখন সাংবাদিকেরা জানান, সম্পত্তি জব্দের আদেশ এসেছে সাবেক পুলিশপ্রধানের।
সাংবাদিকেরা বলেন, ঋণখেলাপিরা তো অনেক শক্তিশালী। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি পারবেন কিনা? জবাবে মন্ত্রী বলেন, ‘দেখা যাক, পারা যায় কিনা।’ এরপর মন্ত্রী বলেন, ‘আপনারা দেখছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শকের (আইজিপি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁরও (বেনজীর) কি ক্ষমতা কম ছিল?’
আর সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছেন, তাতে সরকারের সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন:
দুর্নীতির অভিযোগে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছেন, তাতে সরকারের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
আজ রোববার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পরিচালক ভেঙ্কারা সুব্রাহ্মানিয়ানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করে মন্ত্রী।
কয়েক দিন আগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের ৮৩টি দলিলে থাকা সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর ২৭টি ব্যাংক হিসাবসহ আর্থিক লেনদেন হওয়া মোট ৩৩টি হিসাব জব্দ থাকবে বলেও আদালত নির্দেশ দেন।
এ ছাড়া আজ আরও ১১৩টি দলিলের সম্পত্তি এবং গুলশানের চারটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা শেয়ার ও সোনালী ব্যাংকের সঞ্চয়পত্র অবরুদ্ধ করারও আদেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশকে দেওয়া আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির বিষয়ে সংস্থাটির কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের একপর্যায়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের প্রসঙ্গ আসে। সাংবাদিকেরা তথ্যটির প্রতি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে, অর্থমন্ত্রী বলেন, ‘সাবেক সেনাপ্রধানও ধরা পড়েছেন। যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিলেও বিষয়টি তো জনসমক্ষে চলে এসেছে।’ অর্থমন্ত্রী সাংবাদিকদের উল্টো প্রশ্ন করে বলে, ‘সাবেক সেনাপ্রধান কি ধরা পড়েছেন? সব সম্পত্তি জব্দ করার আদেশ এসেছে?’ তখন সাংবাদিকেরা জানান, সম্পত্তি জব্দের আদেশ এসেছে সাবেক পুলিশপ্রধানের।
সাংবাদিকেরা বলেন, ঋণখেলাপিরা তো অনেক শক্তিশালী। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আপনি পারবেন কিনা? জবাবে মন্ত্রী বলেন, ‘দেখা যাক, পারা যায় কিনা।’ এরপর মন্ত্রী বলেন, ‘আপনারা দেখছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শকের (আইজিপি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁরও (বেনজীর) কি ক্ষমতা কম ছিল?’
আর সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে আদালত যে ব্যবস্থা নিচ্ছেন, তাতে সরকারের সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন:
চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে এক শিক্ষককে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবনে আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীর
২ মিনিট আগেজাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। গতকাল শনিবার রাতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
৩০ মিনিট আগেকিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে টানা দুদিন পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা শত শত রোগী ও স্বজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পানি তোলার মোটর বিকল হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেহত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জাতীয় পার্টির (জাপা) সাবেক এমপি কর্নেল (অব.) আব্দুল কাদের খান (৭৩) মারা গেছেন। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে