ঢাবি প্রতিনিধি
দেশ এই মুহূর্তে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, মানুষের অধিকার বলতে কিছুই নেই—বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে—বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতা-কর্মীর মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে সাদা দলের আয়োজনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘দেশ এই মুহূর্তে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, মানুষের অধিকার বলতে কিছুই নেই, গণতান্ত্রিক অধিকার, সামাজিক অধিকার এবং সর্বোপরি ভোটের অধিকার সেটি বর্তমান সরকার নষ্ট করে ফেলেছে। এ সরকার একটি অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক সরকার, ফ্যাসিস্ট এবং চরম কর্তৃত্ববাদী সরকার। এই সরকার মানুষের সকল মূল্যবোধকে ধ্বংস করে ফেলেছে।’
লুৎফর রহমান বলেন, ‘বর্তমানে মানুষ ভীত ও সন্ত্রস্ত। কেননা তারা বিগত কয়েক নির্বাচনে ভোট দিতে পারে নাই। ২০০৮ সালে একটি পাতানো নির্বাচনে বর্তমান সরকার ক্ষমতায় আসছে, ২০১৪ সালে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই-কেননা, নির্বাচনে ভোট দেওয়ার মত পরিস্থিতি তখন ছিল না। ২০১৮ সালের নির্বাচনে বর্তমান সরকার কথা দিয়েছিল, একটি ইনক্লুসিভ, পার্টিসিপেটরী সফল নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিশ্বাস রেখে সকল দল অংশগ্রহণ করলেও প্রশাসন ও পুলিশের সহায়তায় সেটি অনুষ্ঠিত হয়েছে তার আগেরদিন রাতে।’
লুৎফর রহমান আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেক। শিক্ষকেরা একাডেমিক কাজে ব্যস্ত থাকে, টিচিং, রিসার্চ এবং অন্যান্য একাডেমিক কাজ করে থাকে—তার বাইরেও দেশের গণতন্ত্র বিপন্ন হলে, সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগ আসলে সেটি মোকাবিলায় কাজ করেছে এবং একর্ডিংলি সেটির মাধ্যমে জাতি মুক্তি লাভ করেছে। বর্তমানে দেশে ক্রান্তিকাল চলছে, সেই ক্রান্তিকালে দেশের ১৮ কোটি মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি, ভোটাধিকারের দাবির প্রতি সমর্থন জানাতে আমরা একত্রিত হয়েছি।’
মানববন্ধনে বক্তব্য রাখেন সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি অধ্যাপক আখতার হোসাইন খান, সাদা দলের জীব বিজ্ঞান অনুষদের সাবেক আহ্বায়ক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, সিনেট সদস্য অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
দেশ এই মুহূর্তে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, মানুষের অধিকার বলতে কিছুই নেই—বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে—বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল নেতা-কর্মীর মুক্তি, গণগ্রেপ্তার বন্ধ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের দাবিতে সাদা দলের আয়োজনে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘দেশ এই মুহূর্তে চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, মানুষের অধিকার বলতে কিছুই নেই, গণতান্ত্রিক অধিকার, সামাজিক অধিকার এবং সর্বোপরি ভোটের অধিকার সেটি বর্তমান সরকার নষ্ট করে ফেলেছে। এ সরকার একটি অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক সরকার, ফ্যাসিস্ট এবং চরম কর্তৃত্ববাদী সরকার। এই সরকার মানুষের সকল মূল্যবোধকে ধ্বংস করে ফেলেছে।’
লুৎফর রহমান বলেন, ‘বর্তমানে মানুষ ভীত ও সন্ত্রস্ত। কেননা তারা বিগত কয়েক নির্বাচনে ভোট দিতে পারে নাই। ২০০৮ সালে একটি পাতানো নির্বাচনে বর্তমান সরকার ক্ষমতায় আসছে, ২০১৪ সালে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই-কেননা, নির্বাচনে ভোট দেওয়ার মত পরিস্থিতি তখন ছিল না। ২০১৮ সালের নির্বাচনে বর্তমান সরকার কথা দিয়েছিল, একটি ইনক্লুসিভ, পার্টিসিপেটরী সফল নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিশ্বাস রেখে সকল দল অংশগ্রহণ করলেও প্রশাসন ও পুলিশের সহায়তায় সেটি অনুষ্ঠিত হয়েছে তার আগেরদিন রাতে।’
লুৎফর রহমান আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেক। শিক্ষকেরা একাডেমিক কাজে ব্যস্ত থাকে, টিচিং, রিসার্চ এবং অন্যান্য একাডেমিক কাজ করে থাকে—তার বাইরেও দেশের গণতন্ত্র বিপন্ন হলে, সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগ আসলে সেটি মোকাবিলায় কাজ করেছে এবং একর্ডিংলি সেটির মাধ্যমে জাতি মুক্তি লাভ করেছে। বর্তমানে দেশে ক্রান্তিকাল চলছে, সেই ক্রান্তিকালে দেশের ১৮ কোটি মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি, ভোটাধিকারের দাবির প্রতি সমর্থন জানাতে আমরা একত্রিত হয়েছি।’
মানববন্ধনে বক্তব্য রাখেন সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি অধ্যাপক আখতার হোসাইন খান, সাদা দলের জীব বিজ্ঞান অনুষদের সাবেক আহ্বায়ক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, সিনেট সদস্য অধ্যাপক মামুন আহমেদ প্রমুখ।
বক্তারা অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৩ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৪ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগে