ফোন চেক করে ‘ছাত্রদল বলে’ ৫ জনকে মেরে থানায় দিল ছাত্রলীগ 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২, ১৫: ৪৬
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৭: ৩৬

মোবাইল ফোন চেক করে ‘ছাত্রদল বলে’ পাঁচজনকে থানায় সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে থানায় সোপর্দ করাদের পরিচয় জানা সম্ভব হয়নি। 

আজ শনিবার সকাল ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের মোড়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও স্যার এ এফ রহমান হলের নেতা-কর্মীরা অবস্থান নেন।

নাম প্রকাশ না করার শর্তে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের একাধিক কর্মী আজকের পত্রিকাকে জানান, মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে যারাই প্রবেশ করেছে, তাদের আমরা তল্লাশি করেছি। সকালে পাঁচজনকে সন্দেহ করে মারধর করা হয়েছে, ফোন চেক করা হয়েছে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

মোবাইল ফোন চেক করে ‘ছাত্রদল বলে’ পাঁচজনকে থানায় সোপর্দ করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা দোষী না হলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।’

স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘মোবাইল চেক করে ছাত্রদলের সঙ্গে সংযুক্ত রয়েছে জানার পর হলকা মারধর করেছি। পরে থানায় দিয়েছি। শিক্ষার্থী হিসেবে কাউকে নৈরাজ্য করতে দিব না; তবে তারা কেউ ঢাবি ছাত্রদলের সঙ্গে সংযুক্ত নয়, বিভিন্ন এলাকার ছাত্রদলের পোস্টেড নেতা-কর্মী।’

গত বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ মোড়, নীলক্ষেত মোড়, চানখাঁর পুল মোড়, পলাশী মোড়, কার্জন হলসহ বিভিন্ন মোড়ে অবস্থান নেয়।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত