চাঁদাবাজির মামলা: ২ পুলিশ কর্মকর্তা তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১৯: ৩৬
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০০: ০৩

চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের দুই উপপরিদর্শককে (এসআই) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। এই দুই এসআই হলেন তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। তারা শাহ আলী থানায় কর্মরত ছিলেন।

আজ বুধবার আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ের উপপরিদশক (এসআই) জালালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জালালউদ্দিন বলেন, ‘দুই পুলিশ কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার রিমান্ডে নেওয়া হয়।’

এর আগে গত সোমবার শেরেবাংলা নগর থানা পুলিশ দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে। এরপর তাদের আদালতে হাজির করে মামলার কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই আলতাফ জামান ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাদের বিরুদ্ধে ভুয়া সরকারি কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক ও মারধরের অভিযোগ রয়েছে।

মামলার বাদী শাহাদাৎ সরকার শেরে বাংলা নগর থানায় অভিযোগ করেন। অভিযোগে শাহাদাৎ উল্লেখ করেন,  তার কাছ থেকে ৯ লাখ টাকা লুট করা হয়েছে। ৯ ডিসেম্বর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযুক্ত দুই এসআই নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তার গতিরোধ করেন। এরপর নগদ টাকা এবং কার্ড থেকে জোরপূর্বক টাকা লুট করেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত