নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের দুই উপপরিদর্শককে (এসআই) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। এই দুই এসআই হলেন তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। তারা শাহ আলী থানায় কর্মরত ছিলেন।
আজ বুধবার আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ের উপপরিদশক (এসআই) জালালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
জালালউদ্দিন বলেন, ‘দুই পুলিশ কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার রিমান্ডে নেওয়া হয়।’
এর আগে গত সোমবার শেরেবাংলা নগর থানা পুলিশ দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে। এরপর তাদের আদালতে হাজির করে মামলার কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই আলতাফ জামান ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তাদের বিরুদ্ধে ভুয়া সরকারি কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক ও মারধরের অভিযোগ রয়েছে।
মামলার বাদী শাহাদাৎ সরকার শেরে বাংলা নগর থানায় অভিযোগ করেন। অভিযোগে শাহাদাৎ উল্লেখ করেন, তার কাছ থেকে ৯ লাখ টাকা লুট করা হয়েছে। ৯ ডিসেম্বর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযুক্ত দুই এসআই নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তার গতিরোধ করেন। এরপর নগদ টাকা এবং কার্ড থেকে জোরপূর্বক টাকা লুট করেন।
চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের দুই উপপরিদর্শককে (এসআই) তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। এই দুই এসআই হলেন তুহিন কাজী ও মশিউর রহমান তাপস। তারা শাহ আলী থানায় কর্মরত ছিলেন।
আজ বুধবার আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ের উপপরিদশক (এসআই) জালালউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
জালালউদ্দিন বলেন, ‘দুই পুলিশ কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার রিমান্ডে নেওয়া হয়।’
এর আগে গত সোমবার শেরেবাংলা নগর থানা পুলিশ দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে। এরপর তাদের আদালতে হাজির করে মামলার কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই আলতাফ জামান ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তাদের বিরুদ্ধে ভুয়া সরকারি কর্মচারী পরিচয় দিয়ে চাঁদাবাজি, আটক ও মারধরের অভিযোগ রয়েছে।
মামলার বাদী শাহাদাৎ সরকার শেরে বাংলা নগর থানায় অভিযোগ করেন। অভিযোগে শাহাদাৎ উল্লেখ করেন, তার কাছ থেকে ৯ লাখ টাকা লুট করা হয়েছে। ৯ ডিসেম্বর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযুক্ত দুই এসআই নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে তার গতিরোধ করেন। এরপর নগদ টাকা এবং কার্ড থেকে জোরপূর্বক টাকা লুট করেন।
মানিকগঞ্জের দৌলতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
৪ মিনিট আগেমোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
১৩ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
১৮ মিনিট আগে