শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
এ বছরই গত মাসে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে স্বীকৃতি পেয়েছিল সাভারের 'রানী' নামের একটি খর্বাকৃতির (বামন) গরু। কিন্তু তত দিনে রানী নামের সেই দেশি জাতের বামন গরুটি মারা গেছে। এবার খোঁজ মিলল এমন আরেক রানীর। তবে এই গরুর নাম রানী নয় 'টুনটুনি'। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামে আবুল কাশেম নামের এক খামারির বাড়িতে জন্মেছে দেশি জাতের বামন গরুটি। গত বছর সেপ্টেম্বর মাসে জন্মানো টুনটুনির বয়স বছর ঘুরলেও ওজন উচ্চতায় উচ্চতায় বামন হয়ে রয়েছে। গরুটির মালিকসহ স্থানীয়দের দাবি টুনটুনি নামের এই গরুটি গিনেস বুক অব ওয়ার্ল্ডে রানীর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে পারে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, লালচে সাদা বর্ণের খর্বাকৃতির একটি বকনা বাছুর মায়ের এপাশ কাটিয়ে ওপাশে ছোটাছুটি করছে। মা গরুটি মুখ নাড়াতেই আবার মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ছে। ছোট এই গরুটির নাম রাখা হয়েছে টুনটুনি। গত বছরের সেপ্টেম্বরে এই বকনা বাছুরটির জন্ম হলেও বছর ঘুরে বয়স অনুযায়ী গরুটির ওজন ও উচ্চতা সে হারে বাড়েনি। জানা গেছে, বর্তমানে পরিবারসহ আশপাশের গ্রামের বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টুনটুনি।
গরুর মালিক কৃষক আবুল কাশেম বলেন, 'টুনটুনির ওজন ২১ থেকে ২২ কেজি হবে। উচ্চতা ২০ থেকে ২২ ইঞ্চি। আর লম্বায় মাথা থেকে পেছন পর্যন্ত ৩২ ইঞ্চি পাওয়া গেছে।' এ ছাড়া তাঁর ছোট বড় সাতটি গরু রয়েছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে চারটি ষাঁড়, তিনটি গাভি। এই বাছুরটার জন্ম দেওয়া গাভিটার বেশ বয়স হয়ে গেছে। এই পর্যন্ত সে আটটি বাচ্চার জন্ম দিয়েছে।
প্রতিবেশী কামাল হোসেন জানান, 'কদিন আগে টিভিতে দেখেছি সাভারের রানী নামের ছোট্ট গরুটি। এখন তার চেয়ে ছোট্ট গরু বাড়ির পাশেই। আমরা কখনো এমন ছোট গরু দেখিনি। খুবই চঞ্চল ছোট বাছুরটি। দেখতেও দারুণ আনন্দ লাগে। সারা দিন মায়ের পাশে পাশে ঘুরে বেড়ায়। আশা করি এটি বিশ্বের সব চেয়ে ছোট গরুর স্বীকৃতি পাবে।'
এই বিষয়ে শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ জানান, 'এমন খবর আমাদের জানা নেই। দ্রুত খোঁজ খবর নিয়ে দেখব। আমরা যাচাই বাছাই করে দেখব। এটি যদি সবচেয়ে ছোট গরু হয় তাহলে অবশ্যই গিনেস বুক অব ওয়ার্ল্ডের স্বীকৃতির জন্য আবেদন করবো।'
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, 'এমনটি হলে দ্রুত লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি। বিস্ময়কর গরুটি দেখতে যাব।'
এ বছরই গত মাসে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে স্বীকৃতি পেয়েছিল সাভারের 'রানী' নামের একটি খর্বাকৃতির (বামন) গরু। কিন্তু তত দিনে রানী নামের সেই দেশি জাতের বামন গরুটি মারা গেছে। এবার খোঁজ মিলল এমন আরেক রানীর। তবে এই গরুর নাম রানী নয় 'টুনটুনি'। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামে আবুল কাশেম নামের এক খামারির বাড়িতে জন্মেছে দেশি জাতের বামন গরুটি। গত বছর সেপ্টেম্বর মাসে জন্মানো টুনটুনির বয়স বছর ঘুরলেও ওজন উচ্চতায় উচ্চতায় বামন হয়ে রয়েছে। গরুটির মালিকসহ স্থানীয়দের দাবি টুনটুনি নামের এই গরুটি গিনেস বুক অব ওয়ার্ল্ডে রানীর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে পারে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, লালচে সাদা বর্ণের খর্বাকৃতির একটি বকনা বাছুর মায়ের এপাশ কাটিয়ে ওপাশে ছোটাছুটি করছে। মা গরুটি মুখ নাড়াতেই আবার মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ছে। ছোট এই গরুটির নাম রাখা হয়েছে টুনটুনি। গত বছরের সেপ্টেম্বরে এই বকনা বাছুরটির জন্ম হলেও বছর ঘুরে বয়স অনুযায়ী গরুটির ওজন ও উচ্চতা সে হারে বাড়েনি। জানা গেছে, বর্তমানে পরিবারসহ আশপাশের গ্রামের বহু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে টুনটুনি।
গরুর মালিক কৃষক আবুল কাশেম বলেন, 'টুনটুনির ওজন ২১ থেকে ২২ কেজি হবে। উচ্চতা ২০ থেকে ২২ ইঞ্চি। আর লম্বায় মাথা থেকে পেছন পর্যন্ত ৩২ ইঞ্চি পাওয়া গেছে।' এ ছাড়া তাঁর ছোট বড় সাতটি গরু রয়েছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে চারটি ষাঁড়, তিনটি গাভি। এই বাছুরটার জন্ম দেওয়া গাভিটার বেশ বয়স হয়ে গেছে। এই পর্যন্ত সে আটটি বাচ্চার জন্ম দিয়েছে।
প্রতিবেশী কামাল হোসেন জানান, 'কদিন আগে টিভিতে দেখেছি সাভারের রানী নামের ছোট্ট গরুটি। এখন তার চেয়ে ছোট্ট গরু বাড়ির পাশেই। আমরা কখনো এমন ছোট গরু দেখিনি। খুবই চঞ্চল ছোট বাছুরটি। দেখতেও দারুণ আনন্দ লাগে। সারা দিন মায়ের পাশে পাশে ঘুরে বেড়ায়। আশা করি এটি বিশ্বের সব চেয়ে ছোট গরুর স্বীকৃতি পাবে।'
এই বিষয়ে শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ জানান, 'এমন খবর আমাদের জানা নেই। দ্রুত খোঁজ খবর নিয়ে দেখব। আমরা যাচাই বাছাই করে দেখব। এটি যদি সবচেয়ে ছোট গরু হয় তাহলে অবশ্যই গিনেস বুক অব ওয়ার্ল্ডের স্বীকৃতির জন্য আবেদন করবো।'
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, 'এমনটি হলে দ্রুত লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি। বিস্ময়কর গরুটি দেখতে যাব।'
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে