Ajker Patrika

দক্ষিণখানে ওয়াশিং ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দগ্ধ ২ 

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২২, ১০: ৫১
দক্ষিণখানে ওয়াশিং ফ্যাক্টরিতে বিস্ফোরণ, দগ্ধ ২ 

রাজধানীর দক্ষিণখানের একটি ওয়াশিং ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাসেল (২০) ও শাওন (২২) নামে দুজন দগ্ধ হয়েছেন। 

দক্ষিণখান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় রোডের এ এল এম ওয়াশিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছে স্থানীয়রা। 

এ বিষয়ে দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া আজকের পত্রিকাকে বলেন, দক্ষিণখানের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় রোডের এ এল এম ওয়াশিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরিতে বিস্ফোরণের ঘটনায় দুজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাতীয় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাত দিয়ে বিস্ফোরণ সম্পর্কে এসআই ফারুক মিয়া বলেন, ফ্যাক্টরির ড্রায়ার লিক হয়ে যায়। পরে নিচে পড়ে থাকা ডাস্টে (ঝুট) কোনোভাবে আগুন লাগে। সেখান থেকেই ড্রায়ার বিস্ফোরণ হয়।

এসআই বলেন, অগ্নিকাণ্ডের পর ওই ফ্যাক্টরির শ্রমিকেরাই পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ড্রায়ারে থাকা কিছু কাপড়চোপড় পুড়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত