টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিস ঘেরাও করেছেন ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকেরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস ঘেরাও করে কর্মসূচি পালন করে ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী।
জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরে অবস্থিত ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী এই ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুরে ওই প্রতিষ্ঠানের দুই ইউনিটে শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে অংশ নেন।
শ্রমিকেরা জানান, আমাদের প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারীর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন ও ভাতা বকেয়া রেখে গত ২৩ সেপ্টেম্বর কারখানা বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর পর থেকে কারখানার সামনে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছেন শ্রমিকেরা। এতে কোনো ফলাফল না পেয়ে আজ রোববার শ্রমিকেরা টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিসে আসেন।
পরে অধিদপ্তরের অফিস ঘেরাও করে দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। শ্রমিকেরা আরও বলেন, বেতন ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। বাসা ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালারা বাড়ি ছাড়তে বলছে ও দোকানিরা বাকি দিতে চাচ্ছে না। তাই আমরা অনেক কষ্টে আছি।
ডার্ট কম্পোজিট টেক্সটাইলের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. মামুনের মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তর টঙ্গী অফিসের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. মোতালেব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক-কর্মচারীরা এসেছেন। তাদের কথা শুনেছি। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ২৩ অক্টোবর মালিকপক্ষ আমাদের সঙ্গে বসে ঝামেলা মিটিয়ে ফেলবেন বলে জানিয়েছেন। এই সিদ্ধান্ত আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।’
বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিস ঘেরাও করেছেন ডার্ট কম্পোজিট টেক্সটাইলের শ্রমিকেরা।
আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস ঘেরাও করে কর্মসূচি পালন করে ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী।
জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরে অবস্থিত ডার্ট কম্পোজিট টেক্সটাইলের পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী এই ঘেরাও কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। ঢাকা-কাপাসিয়া সড়কের রাজেন্দ্রপুরে ওই প্রতিষ্ঠানের দুই ইউনিটে শ্রমিক-কর্মচারীর সংখ্যা প্রায় ১০ হাজার। এর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারী তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে অংশ নেন।
শ্রমিকেরা জানান, আমাদের প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারীর মধ্যে পাঁচ শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন ও ভাতা বকেয়া রেখে গত ২৩ সেপ্টেম্বর কারখানা বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর পর থেকে কারখানার সামনে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে আসছেন শ্রমিকেরা। এতে কোনো ফলাফল না পেয়ে আজ রোববার শ্রমিকেরা টঙ্গীতে কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তরের অফিসে আসেন।
পরে অধিদপ্তরের অফিস ঘেরাও করে দাবি আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। শ্রমিকেরা আরও বলেন, বেতন ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। বাসা ভাড়া ও দোকান বাকি পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালারা বাড়ি ছাড়তে বলছে ও দোকানিরা বাকি দিতে চাচ্ছে না। তাই আমরা অনেক কষ্টে আছি।
ডার্ট কম্পোজিট টেক্সটাইলের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মো. মামুনের মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
কলকারখানা ও শ্রম পরিদর্শন অধিদপ্তর টঙ্গী অফিসের সহকারী মহাপরিদর্শক (সাধারণ) মো. মোতালেব মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিক-কর্মচারীরা এসেছেন। তাদের কথা শুনেছি। আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। ২৩ অক্টোবর মালিকপক্ষ আমাদের সঙ্গে বসে ঝামেলা মিটিয়ে ফেলবেন বলে জানিয়েছেন। এই সিদ্ধান্ত আন্দোলনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।’
বরিশালের গৌরনদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকূপি আরিফ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
১৫ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩৯ মিনিট আগে