পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে খাবার হোটেল থেকে চাঁদা আদায়কালে শাহরিয়ার জাহান (৪৮) নামে এক যুবককে আটক করেছে পাংশা মডেল থানা-পুলিশ। ভুয়া ইউএনও পরিচয়দানকারী শাহরিয়ার জাহান পাংশা পৌরসভা এলাকার নারায়ণপুর গ্রামের মুন্সী আকবর আলীর ছেলে।
আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় (মাছপাড়া) বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খয়বার ও কটার খাবার হোটেলে গিয়ে নিজেকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দেন শাহরিয়ার জাহান। ইউএনও পরিচয় দিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে ট্রেড লাইসেন্স দেখতে চান। হোটেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে দুই হোটেল থেকে ৫০০ টাকা হারে মোট ১ হাজার টাকা চাঁদা আদায় করেন।
পরে শাহরিয়ার জাহানের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পাংশা মডেল থানায় ফোন দেন। ফোন পেয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানসহ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) উপস্থিত হন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালনকারীকে আটক করা হয়েছে। ধারা অনুযায়ী মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে খাবার হোটেল থেকে চাঁদা আদায়কালে শাহরিয়ার জাহান (৪৮) নামে এক যুবককে আটক করেছে পাংশা মডেল থানা-পুলিশ। ভুয়া ইউএনও পরিচয়দানকারী শাহরিয়ার জাহান পাংশা পৌরসভা এলাকার নারায়ণপুর গ্রামের মুন্সী আকবর আলীর ছেলে।
আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় (মাছপাড়া) বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খয়বার ও কটার খাবার হোটেলে গিয়ে নিজেকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দেন শাহরিয়ার জাহান। ইউএনও পরিচয় দিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে ট্রেড লাইসেন্স দেখতে চান। হোটেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে দুই হোটেল থেকে ৫০০ টাকা হারে মোট ১ হাজার টাকা চাঁদা আদায় করেন।
পরে শাহরিয়ার জাহানের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পাংশা মডেল থানায় ফোন দেন। ফোন পেয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানসহ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) উপস্থিত হন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালনকারীকে আটক করা হয়েছে। ধারা অনুযায়ী মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।
বগুড়ার শেরপুরে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শহরের কর্মকারপাড়ার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ মিনিট আগেজামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নম্বর হ্যাক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই নম্বর ব্যবহার করে একটি প্রতারক চক্র নিজেকে ইউএনও পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে ফোন করে টাকা দাবি করছে।
৩ মিনিট আগেরমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি পাবলিক লাইব্রেরি মাঠে কৃষকের বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৮ মিনিট আগেসর্বনিম্ন বেতন স্কেল ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে আমরণ অনশন ভেঙেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির আউটসোর্সিং কর্মচারীরা। শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গতকাল বৃহস্পতিবার দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে ১২ দিন পর ২৮৭ জন কর্মচারী রাত ৮টা থেকে কাজে যোগ দেন।
১৪ মিনিট আগে