Ajker Patrika

ইউএনও পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে যুবক আটক

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
ইউএনও পরিচয় দিয়ে চাঁদা আদায়কালে যুবক আটক

রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে খাবার হোটেল থেকে চাঁদা আদায়কালে শাহরিয়ার জাহান (৪৮) নামে এক যুবককে আটক করেছে পাংশা মডেল থানা-পুলিশ। ভুয়া ইউএনও পরিচয়দানকারী শাহরিয়ার জাহান পাংশা পৌরসভা এলাকার নারায়ণপুর গ্রামের মুন্সী আকবর আলীর ছেলে। 

আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় (মাছপাড়া) বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, খয়বার ও কটার খাবার হোটেলে গিয়ে নিজেকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দেন শাহরিয়ার জাহান। ইউএনও পরিচয় দিয়ে হোটেল কর্তৃপক্ষের কাছে ট্রেড লাইসেন্স দেখতে চান। হোটেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ট্রেড লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে দুই হোটেল থেকে ৫০০ টাকা হারে মোট ১ হাজার টাকা চাঁদা আদায় করেন। 

পরে শাহরিয়ার জাহানের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পাংশা মডেল থানায় ফোন দেন। ফোন পেয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমানসহ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করেন। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনীম আওন ও মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) উপস্থিত হন। 

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ভুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচালনকারীকে আটক করা হয়েছে। ধারা অনুযায়ী মামলা রুজু করে আদালতে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত