নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিরুদ্ধে লিখলে সাংবাদিককে ‘বাপ ডাকিয়ে দিব’ এবং নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবকে ‘সোজা হয়ে যাও’ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকেরা। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। তাতে বক্তব্য দেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।
বিক্ষোভ সমাবেশে ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি ও শেয়ার বিজের প্রতিনিধি আবদুর রহিম বলেন, ‘জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ৫ আগস্টের পর থেকে সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধারাবাহিকভাবে বিভিন্ন সভা-সমাবেশ থেকে সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। গত শনিবার ফতুল্লা প্রেসক্লাবের সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমরা তাঁর বক্তব্যের নিন্দা জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। যদি বক্তব্য প্রত্যাহার না করেন, তা হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব।’
ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি নিয়াজ মাসুম বলেন, ‘সাংবাদিকেরা কারও গোলাম নন, তিনি চোখ রাঙাবেন আর সাংবাদিকেরা ভয় পেয়ে যাবেন, তা হবে না। আমরা তাঁর বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
এ সময় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, যুগান্তরের প্রতিনিধি আলামিন প্রধান, দৈনিক খবরপত্রের প্রতিনিধি মনির হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন প্রমুখ।
বিরুদ্ধে লিখলে সাংবাদিককে ‘বাপ ডাকিয়ে দিব’ এবং নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবকে ‘সোজা হয়ে যাও’ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকেরা। সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করা হয়। তাতে বক্তব্য দেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।
বিক্ষোভ সমাবেশে ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি ও শেয়ার বিজের প্রতিনিধি আবদুর রহিম বলেন, ‘জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ৫ আগস্টের পর থেকে সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ধারাবাহিকভাবে বিভিন্ন সভা-সমাবেশ থেকে সাংবাদিকদের হুমকি দিচ্ছেন। গত শনিবার ফতুল্লা প্রেসক্লাবের সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমরা তাঁর বক্তব্যের নিন্দা জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। যদি বক্তব্য প্রত্যাহার না করেন, তা হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব।’
ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি নিয়াজ মাসুম বলেন, ‘সাংবাদিকেরা কারও গোলাম নন, তিনি চোখ রাঙাবেন আর সাংবাদিকেরা ভয় পেয়ে যাবেন, তা হবে না। আমরা তাঁর বক্তব্যের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
এ সময় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, যুগান্তরের প্রতিনিধি আলামিন প্রধান, দৈনিক খবরপত্রের প্রতিনিধি মনির হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন প্রমুখ।
কুমিল্লার দাউদকান্দিতে একটি কলেজের অধ্যক্ষ তিন মাস পর কর্মস্থলে যোগদান করা নিয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
২ মিনিট আগে৫ আগস্টের আগে বেসরকারি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। তিনি এখন ঋণখেলাপির তালিকায়। হাজার হাজার কোটি টাকা বকেয়া রেখে পরিবার-পরিজন রেখে তিনি বিদেশে আত্মগোপনে আছেন। এসব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান এস আলমে
১৬ মিনিট আগেকক্সবাজারের রামুতে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি অস্ত্রী, ১১ রাউন্ড তাজা গুলি, ২৪ রাউন্ড গুলির খোসা ও তিনটি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকায় এ অভিযান চালানো হয়।
৩২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ পৌর যুব মহিলা লীগের সভাপতি জুঁই আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের হুজরাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) সঙ্গে দুর্নীতিবিরোধী মানববন্ধনে জুঁই আক্তার অংশ নেওয়ায় চলমান আলোচনার মধ্যে এই গ্র
৩৭ মিনিট আগে