নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের সম্মেলনের জন্য ঢাকায় গণমিছিলের কর্মসূচির তারিখ পিছিয়েছে বিএনপি। ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ঢাকায় এই কর্মসূচি পালন করবে দলটি। তবে পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বরেই জেলা ও মহানগরে গণমিছিল করবে বিএনপি।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই ঘোষণা দেন।
গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর জেলা ও মহানগরে গণমিছিলের কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। এরই মধ্যে ২০ দলীয় জোটের ১১টি দলসহ আরও কয়েকটি দল এই কর্মসূচি ঘোষণা করেছে।
ওই একই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে। এ অবস্থায় সংঘাত এড়াতে ঢাকার কর্মসূচি পালনে তারিখ পরিবর্তন করেছে বিএনপি।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি সংঘাত চায় না, শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় সংকটের সমাধান চায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির জাতীয় সম্মেলনের জন্য বিএনপির গণমিছিলের কর্মসূচির তারিখ পরিবর্তনের প্রত্যাশা করেছেন। তারিখ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।’ তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বলে জানান নজরুল।
নজরুল ইসলাম খান বলেন, ‘অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, যথাযথ নির্বাচনের দাবি আদায়ের যে লড়াই, সে জন্য জনগণকে ৩০ ডিসেম্বর স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ, ২০১৮ সালের এই দিনে বর্তমান সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে।’
বিএনপির সঙ্গে একাত্ম হয়ে বিভিন্ন রাজনৈতিক দল, যারা একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তাদের ধন্যবাদ জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘অনেকেই একই দিন কর্মসূচি ঘোষণা করেছে। যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো সম্ভব হবে বলে আশা করছি।’
২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন বিএনপিকে দাওয়াত দেওয়া হলে যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘রাজনীতিতে যদি বলে কোনো শব্দ নেই। যদি দাওয়াত দেওয়া হয়, এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আওয়ামী লীগের সম্মেলনের জন্য ঢাকায় গণমিছিলের কর্মসূচির তারিখ পিছিয়েছে বিএনপি। ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ঢাকায় এই কর্মসূচি পালন করবে দলটি। তবে পূর্বঘোষণা অনুযায়ী আগামী ২৪ ডিসেম্বরেই জেলা ও মহানগরে গণমিছিল করবে বিএনপি।
আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই ঘোষণা দেন।
গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ২৪ ডিসেম্বর জেলা ও মহানগরে গণমিছিলের কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। এরই মধ্যে ২০ দলীয় জোটের ১১টি দলসহ আরও কয়েকটি দল এই কর্মসূচি ঘোষণা করেছে।
ওই একই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হবে। এ অবস্থায় সংঘাত এড়াতে ঢাকার কর্মসূচি পালনে তারিখ পরিবর্তন করেছে বিএনপি।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপি সংঘাত চায় না, শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পন্থায় সংকটের সমাধান চায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলটির জাতীয় সম্মেলনের জন্য বিএনপির গণমিছিলের কর্মসূচির তারিখ পরিবর্তনের প্রত্যাশা করেছেন। তারিখ পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।’ তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বলে জানান নজরুল।
নজরুল ইসলাম খান বলেন, ‘অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, যথাযথ নির্বাচনের দাবি আদায়ের যে লড়াই, সে জন্য জনগণকে ৩০ ডিসেম্বর স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ, ২০১৮ সালের এই দিনে বর্তমান সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় এসেছে।’
বিএনপির সঙ্গে একাত্ম হয়ে বিভিন্ন রাজনৈতিক দল, যারা একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তাদের ধন্যবাদ জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘অনেকেই একই দিন কর্মসূচি ঘোষণা করেছে। যুগপৎ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো সম্ভব হবে বলে আশা করছি।’
২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন বিএনপিকে দাওয়াত দেওয়া হলে যাবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘রাজনীতিতে যদি বলে কোনো শব্দ নেই। যদি দাওয়াত দেওয়া হয়, এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তেভাগা আন্দোলনের নেতা হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে শ্রদ্ধা জানান হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মো. এনামউল্যা। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে তিনি সমাধিসৌধ পরিদর্শন, কবর জিয়ারত
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নে গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। সকাল ৬টা থেকে অবরোধ থেকে শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১ ঘণ্টা আগেরাজনৈতিক পটপরিবর্তনের পর ঢাকা সিটি করপোরেশনের কিছু এলাকায় বর্জ্য সংগ্রহ কাজের হাতবদল হচ্ছে। এবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ময়লা-বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বিএনপির ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুর-১৪ নম্বরে ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে এসেছিলেন। তারা মিরপুর ১৪ নম্বরের কচুক্ষেত সড়ক বিক্ষোভ করে রাস্তা অবরোধের চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে