Ajker Patrika

ফ্ল্যাটের রান্নাঘর থেকে মাদ্রাসা পরিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৯: ২০
ফ্ল্যাটের রান্নাঘর থেকে মাদ্রাসা পরিচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের রান্নাঘর থেকে মুফতি মাওলানা আহসান উল্লাহ নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার কালিন্দী ইউনিয়নের পশ্চিম বড়িসুর মুসলিমাবাদ কামারপাড়া এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি স্থানীয় মাহফুজুল কোরআন মাদ্রাসার পরিচালক ছিলেন। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ ও জাতীয় ইমাম পরিষদ কেরানীগঞ্জ শাখার সভাপতি ছিলেন তিনি। পাশাপাশি এস এস ডোর নামে একটি ফার্নিচারের দোকানের ব্যবসা করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুফতি মাওলানা আহসান উল্লাহ এই বাড়িটির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। ষষ্ঠ তলা ভবনটির অন্যান্য ফ্ল্যাটে তাঁর বাকি ছয় ভাই ও মা বসবাস করেন। ভবনটিতে কোনো ভাড়াটিয়া নেই। গতকাল সোমবার রাতে তিনি তাঁর ফ্ল্যাটের একটি কক্ষে বড় ছেলে মো. ঈসার সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোরবেলা ফজর নামাজের জন্য ঘুম থেকে উঠে বাবাকে বিছানায় দেখতে না পেয়ে অন্য ঘরে খুঁজতে থাকে ছেলে। এ সময় রান্নাঘরে বাবার গলাকাটা মরদেহ দেখে প্রথমে পরিবারকে এবং পরে পুলিশকে খবর দেয় ছেলে। 

পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কথা বলা হলেও এখন পর্যন্ত মৃত্যুর আসল রহস্য জানা যায়নি। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন বিভাগ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে। 

নিহতের ভাই মো. সেলিম বলেন, ‘আমার ভাই একজন দ্বীনদার মানুষ। আমার জানা মতে তাঁর কোনো শত্রু নেই। তিনি কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় জমিজমার ব্যবসা করতেন। জমিজমাসংক্রান্ত কোনো ঝামেলা আছে কি না বলতে পারব না। এই বাড়িতে বাইরের লোক ঢোকা সম্ভব নয়, আমাদের মনে হচ্ছে তিনি কোনো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন।’ 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে রক্তাক্ত চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন বিভাগ আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত