প্রতিনিধি, শ্রীপুর
গাছের প্রতি তাঁর গভীর টান। বাড়ির পাশাপাশি সহকর্মীদের নিয়ে কর্মস্থলেও সাড়ে ৩ হাজারের বেশি গাছ লাগিয়ে গড়ে তুলেছেন সবুজের সমারোহ। দিনের বেশির ভাগ সময় তিনি এ বাগানেই কাটান।
বলছি শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম আবুল খায়েরের কথা। বৃক্ষপ্রেমী একেএম আবুল খায়ের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তাঁর বাবা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ছিলেন।
আবুল খায়েরের ১৯৯৩ সাল থেকে মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।
নিজে গাছ লাগানোর পাশাপাশি তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থীদেরও সব সময় গাছ লাগাতে উৎসাহ দেন। এরই ধারাবাহিকতায় চলতি বর্ষা মৌসুমে কলেজ ক্যাম্পাসের ফাঁকা জায়গায় গড়ে তুলেছেন নানা বৃক্ষের সমন্বয়ে সবুজের সমাহার।
অধ্যক্ষ বলেন, পৃথিবীকে বাসযোগ্য, সবুজ ও শীতল রাখতে বৃক্ষ ভূমিকা রাখে। সবুজের অরণ্য ঘেরা বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষের বিকল্প নেই। বৃক্ষই আমাদের সুস্থ ভাবে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারে। কলেজ ক্যাম্পাসে লাগানো সাড়ে ৩ হাজার গাছের মধ্যে ১৭ ধরনের ফল, ৭ ধরনের ওষুধি, ৬ ধরনের কাঠ, ২১ ধরনের ফুল এবং ১৩ ধরনের শোভাবর্ধনকারী গাছ রয়েছে বলেও তিনি জানান।
আবুল খায়ের আরও বলেন, এখন গাছ লাগানোর উপযুক্ত মৌসুম। তাই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গাছ রোপণ করছি। তাই কলেজের বিভিন্ন ফাঁকা জায়গায় বৃক্ষ রোপণ করা হচ্ছে। করোনার কারণে কলেজ বন্ধ থাকলেও বৃক্ষের পরিচর্যা করতে নিয়মিত কলেজে আসে।
গাছের প্রতি তাঁর গভীর টান। বাড়ির পাশাপাশি সহকর্মীদের নিয়ে কর্মস্থলেও সাড়ে ৩ হাজারের বেশি গাছ লাগিয়ে গড়ে তুলেছেন সবুজের সমারোহ। দিনের বেশির ভাগ সময় তিনি এ বাগানেই কাটান।
বলছি শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ একেএম আবুল খায়েরের কথা। বৃক্ষপ্রেমী একেএম আবুল খায়ের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাহেবনগর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তাঁর বাবা গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) ছিলেন।
আবুল খায়েরের ১৯৯৩ সাল থেকে মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।
নিজে গাছ লাগানোর পাশাপাশি তিনি কলেজের শিক্ষক, শিক্ষার্থীদেরও সব সময় গাছ লাগাতে উৎসাহ দেন। এরই ধারাবাহিকতায় চলতি বর্ষা মৌসুমে কলেজ ক্যাম্পাসের ফাঁকা জায়গায় গড়ে তুলেছেন নানা বৃক্ষের সমন্বয়ে সবুজের সমাহার।
অধ্যক্ষ বলেন, পৃথিবীকে বাসযোগ্য, সবুজ ও শীতল রাখতে বৃক্ষ ভূমিকা রাখে। সবুজের অরণ্য ঘেরা বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষের বিকল্প নেই। বৃক্ষই আমাদের সুস্থ ভাবে পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারে। কলেজ ক্যাম্পাসে লাগানো সাড়ে ৩ হাজার গাছের মধ্যে ১৭ ধরনের ফল, ৭ ধরনের ওষুধি, ৬ ধরনের কাঠ, ২১ ধরনের ফুল এবং ১৩ ধরনের শোভাবর্ধনকারী গাছ রয়েছে বলেও তিনি জানান।
আবুল খায়ের আরও বলেন, এখন গাছ লাগানোর উপযুক্ত মৌসুম। তাই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গাছ রোপণ করছি। তাই কলেজের বিভিন্ন ফাঁকা জায়গায় বৃক্ষ রোপণ করা হচ্ছে। করোনার কারণে কলেজ বন্ধ থাকলেও বৃক্ষের পরিচর্যা করতে নিয়মিত কলেজে আসে।
চট্টগ্রামে এস আলম সংশ্লিষ্ট তিন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বিঘ্ন ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
১৮ মিনিট আগেবান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনী কর্তৃক কেএনএ-এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
২ ঘণ্টা আগে