নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাগল-কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তাঁর পরিবারের ২৩৬৬ দশমিক ৫৬ শতাংশ বা ৭১ দশমিক ৭১ বিঘা ভূমি ক্রোক এবং ১১৬টি ব্যাংক হিসেবে রক্ষিত ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মতিউর রহমান, তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, মেয়ে ফারজানা রহমান ঈপ্সিতা ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব এবং ছোট বউ শাম্মী আক্তার শিউলির মালিকানায় এসব সম্পদ রয়েছে।
ঢাকার সাভারের ১৪ দশমিক ৩ শতাংশ, ময়মনসিংহের ভালুকার ৯৫৮ শতাংশ, গাজীপুরের ৮৭৫ দশমিক ৯৫ শতাংশ এবং নরসিংদীর শিবপুরের ১৯৮ দশমিক ০১ শতাংশ, নাটোরের সিংড়ার ১৬৬ শতাংশ ভূমি এবং মিরপুরের ৪টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের ১১৬টি হিসাবে রক্ষিত ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা এবং ২৩টি বিও অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়।
দুদকের আবেদনে বলা হয়েছে, মতিউর রহমান ও তাঁর স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ পাওয়ার পর দুদক অনুসন্ধান শুরু করে উপরোক্ত সম্পদের সন্ধান পায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মতিউর রহমান এবং তাঁর পরিবারের লোকজন ওই সম্পদ বিভিন্ন স্থানে স্থানান্তর করার চেষ্টা চালাচ্ছেন। এমনকি তাঁদের সম্পদ বিক্রি এবং ব্যাংক অ্যাকাউন্টের টাকা অন্যত্র স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। এবার তো মামলার তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত সম্পদ ক্রোক এবং জব্দের নির্দেশ প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জুন মতিউর রহমান এবং তাঁর স্ত্রী ও ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন একই আদালত। দুদকের আবেদনে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।
ছাগল-কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তাঁর পরিবারের ২৩৬৬ দশমিক ৫৬ শতাংশ বা ৭১ দশমিক ৭১ বিঘা ভূমি ক্রোক এবং ১১৬টি ব্যাংক হিসেবে রক্ষিত ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের উপপরিচালক আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
মতিউর রহমান, তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, মেয়ে ফারজানা রহমান ঈপ্সিতা ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব এবং ছোট বউ শাম্মী আক্তার শিউলির মালিকানায় এসব সম্পদ রয়েছে।
ঢাকার সাভারের ১৪ দশমিক ৩ শতাংশ, ময়মনসিংহের ভালুকার ৯৫৮ শতাংশ, গাজীপুরের ৮৭৫ দশমিক ৯৫ শতাংশ এবং নরসিংদীর শিবপুরের ১৯৮ দশমিক ০১ শতাংশ, নাটোরের সিংড়ার ১৬৬ শতাংশ ভূমি এবং মিরপুরের ৪টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের ১১৬টি হিসাবে রক্ষিত ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা এবং ২৩টি বিও অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়।
দুদকের আবেদনে বলা হয়েছে, মতিউর রহমান ও তাঁর স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ পাওয়ার পর দুদক অনুসন্ধান শুরু করে উপরোক্ত সম্পদের সন্ধান পায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মতিউর রহমান এবং তাঁর পরিবারের লোকজন ওই সম্পদ বিভিন্ন স্থানে স্থানান্তর করার চেষ্টা চালাচ্ছেন। এমনকি তাঁদের সম্পদ বিক্রি এবং ব্যাংক অ্যাকাউন্টের টাকা অন্যত্র স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। এবার তো মামলার তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত সম্পদ ক্রোক এবং জব্দের নির্দেশ প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জুন মতিউর রহমান এবং তাঁর স্ত্রী ও ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন একই আদালত। দুদকের আবেদনে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ ঘণ্টা আগে