ঢাবি প্রতিনিধি
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৯টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
আজ বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্নিগ্ধ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুই হাজার ২২৯টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সেখানে রয়েছে ৬২৮ জন নিহতের পরিবার এবং এক হাজার ৬০১ জন আহতের পরিবার।’
গত ১ অক্টোবর থেকে শহীদ ও আহতদের স্বজনদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার পাঁচ টাকা জমা হয়েছে, খরচ হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ ৭২৯ টাকা। বাকি ৬১ কোটি টাকা ফাউন্ডেশনের কাছে জমা আছে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী শহীদের সংখ্যা ৮২৬ জন। এরমধ্যে ৬২৮ জনের পরিবারকে ফাউন্ডেশন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আর ১৯৮ জন শহীদের পরিবারের কাছে সহায়তা দেওয়া হবে। তালিকায় আহতদের সংখ্যা ১১ হাজার ৩০৬ জন। এরমধ্যে এক হাজার ৬০১ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সহায়তা প্রদানে বিলম্ব কেন? জানতে চাইলে সারজিস বলেন, ‘বার বার যাচাই করা হচ্ছে তালিকা। এমন কেস পাওয়া যাচ্ছে, যারা আন্দোলনকারী ছিলেন না। এমআইএস-এর তালিকা ও ফাউন্ডেশনের তালিকার মধ্যে সমন্বয় করা হচ্ছে। ফাউন্ডেশনের যেসব আবেদন আসছে, আমরা সেগুলো যাচাই করছি। যাচাই করে সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় নথি না থাকলে সহায়তা পেতে অনেক ক্ষেত্রে সময় লাগছে। হাসপাতাল থেকে ছাড়পত্রের প্রমাণ সঙ্গে থাকতে হবে, অনেকের হাসপাতালের ছাড়পত্রের কাগজ, প্রত্যয়নপত্র নেই বলে যাচাই করে তাদের আর্থিক সহায়তা দিতে দেরি হচ্ছে।
সারজিস আরও বলেন, ‘ফাউণ্ডেশনে মোট ৩৫ জন কাজ করছেন। শহীদদের পরিবারকে সহায়তা দেওয়া নিয়ে বেশি কাজ করেছি। এখন আহতদের সহায়তা দেওয়ার বিষয় প্রাধান্য থাকবে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৯টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
আজ বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্নিগ্ধ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুই হাজার ২২৯টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সেখানে রয়েছে ৬২৮ জন নিহতের পরিবার এবং এক হাজার ৬০১ জন আহতের পরিবার।’
গত ১ অক্টোবর থেকে শহীদ ও আহতদের স্বজনদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার পাঁচ টাকা জমা হয়েছে, খরচ হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ ৭২৯ টাকা। বাকি ৬১ কোটি টাকা ফাউন্ডেশনের কাছে জমা আছে।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী শহীদের সংখ্যা ৮২৬ জন। এরমধ্যে ৬২৮ জনের পরিবারকে ফাউন্ডেশন আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আর ১৯৮ জন শহীদের পরিবারের কাছে সহায়তা দেওয়া হবে। তালিকায় আহতদের সংখ্যা ১১ হাজার ৩০৬ জন। এরমধ্যে এক হাজার ৬০১ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সহায়তা প্রদানে বিলম্ব কেন? জানতে চাইলে সারজিস বলেন, ‘বার বার যাচাই করা হচ্ছে তালিকা। এমন কেস পাওয়া যাচ্ছে, যারা আন্দোলনকারী ছিলেন না। এমআইএস-এর তালিকা ও ফাউন্ডেশনের তালিকার মধ্যে সমন্বয় করা হচ্ছে। ফাউন্ডেশনের যেসব আবেদন আসছে, আমরা সেগুলো যাচাই করছি। যাচাই করে সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় নথি না থাকলে সহায়তা পেতে অনেক ক্ষেত্রে সময় লাগছে। হাসপাতাল থেকে ছাড়পত্রের প্রমাণ সঙ্গে থাকতে হবে, অনেকের হাসপাতালের ছাড়পত্রের কাগজ, প্রত্যয়নপত্র নেই বলে যাচাই করে তাদের আর্থিক সহায়তা দিতে দেরি হচ্ছে।
সারজিস আরও বলেন, ‘ফাউণ্ডেশনে মোট ৩৫ জন কাজ করছেন। শহীদদের পরিবারকে সহায়তা দেওয়া নিয়ে বেশি কাজ করেছি। এখন আহতদের সহায়তা দেওয়ার বিষয় প্রাধান্য থাকবে।
মানিকগঞ্জের হরিরামপুরে জেলা বিএনপি সভাপতির বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আটক নিত্য সরকার নামের এক ব্যক্তি (৪৩) মারা গেছেন। তিন দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে গতকাল শুক্রবার তাঁর মৃত্যু হয়...
২৮ মিনিট আগেযারা ১৬ থেকে ১৭ বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাণ ধরে রেখেছে, তাদের বাদ দিয়ে আজকের যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে, সেটিকে আমরা অবশ্যই অবশ্যই প্রত্যাখ্যান করছি...
৩৮ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মুকুল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেঢাকার কারওয়ান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার মামলায় তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১৫ সালে নির্বাচনী প্রচারণার সময় এ হামলার ঘটনা ঘটে। গত বছর ২২ আগস্ট মামলা হলে তাঁকে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। পুলিশ জ
১ ঘণ্টা আগে