নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন। আজ রোববার ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে সংস্থাটিতে কাজ শুরু করেন তিনি। কমিশনের সম্মেলনকক্ষে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।
এ সময় সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন, মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালকেরা উপস্থিত ছিলেন।
১ জুলাই দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খানের মেয়াদ শেষ হয়। মোছা. আছিয়া খাতুন তাঁর স্থলাভিষিক্ত হলেন। এর আগে গত ১৩ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬ (১) ধারার বিধানমতে এই নিয়োগ পেয়েছেন মোছা. আছিয়া খাতুন।
এতে আরও বলা হয়, দুদক আইন, ২০০৪-এর ১৩ ধারার বিধানমতে আছিয়া খাতুন, কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হলো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী মোছা. আছিয়া খাতুনের সরকারি চাকরিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২৯ বছর সচিবালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রামে যোগদান করেন তিনি। পরে তিনি নোয়াখালী ও খুলনাতে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়েও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন। আজ রোববার ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে সংস্থাটিতে কাজ শুরু করেন তিনি। কমিশনের সম্মেলনকক্ষে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান।
এ সময় সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন, মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালকেরা উপস্থিত ছিলেন।
১ জুলাই দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খানের মেয়াদ শেষ হয়। মোছা. আছিয়া খাতুন তাঁর স্থলাভিষিক্ত হলেন। এর আগে গত ১৩ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬ (১) ধারার বিধানমতে এই নিয়োগ পেয়েছেন মোছা. আছিয়া খাতুন।
এতে আরও বলা হয়, দুদক আইন, ২০০৪-এর ১৩ ধারার বিধানমতে আছিয়া খাতুন, কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমরূপ নির্ধারণ করা হলো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী মোছা. আছিয়া খাতুনের সরকারি চাকরিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২৯ বছর সচিবালয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রামে যোগদান করেন তিনি। পরে তিনি নোয়াখালী ও খুলনাতে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, পররাষ্ট্র মন্ত্রণালয়েও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
তৃতীয় শ্রেণির চাকরিতে যোগ দিয়েছিলেন এক দশক আগে। এই পদে চাকরি করে আক্ষরিক অর্থে ‘পাহাড়সম’ সম্পদ হয়েছে বান্দরবানের লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজমুল আলমের।
৪০ মিনিট আগেকুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনাটোর–পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে খুলনা থেকে নাটোরগামী ট্রাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
১ ঘণ্টা আগেসিলেটে দুই পক্ষের সংঘর্ষে বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে সিলেট নগরের শাহপরান এলাকার বাহুবলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
১ ঘণ্টা আগে