নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অর্ধশত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তাঁর স্ত্রী এবং রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম ও তাঁর স্ত্রী-সন্তানসহ পাঁচজনের নামে পৃথক পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন, মোজাম্মিল হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, উপসহকারী পরিচালক মো. ফারুক হোসেন বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো করেন।
মামলার অন্য আসামিরা হলেন ফাহমী গোলন্দাজের স্ত্রী শারমিন গোলন্দাজ, জিল্লুল হাকিমের স্ত্রী সাঈদা হাকিম ওরফে সাঈদা সুলতানা চৌধুরী ও ছেলে আশিক মাহমুদ মিতুল। গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। স্বামী ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা ও ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলাটি করা হয়েছে ফাহমী ও তাঁর স্ত্রী শারমিনকে আসামি করে। শারমিন গোলন্দাজের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক। গত বছরের ২৯ আগস্ট জিল্লুল হাকিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ২০১৪,২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
জিল্লুল হাকিমের বিরুদ্ধে মামলায় ২৪ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৮০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৯টি ব্যাংক হিসাবে ২৭৮ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলায় স্ত্রী সাঈদা হাকিমের সঙ্গে জিল্লুল হাকিমকে আসামি করা হয়েছে। সাঈদা হাকিমের বিরুদ্ধে ৪ কোটি ২৭ লাখ ৭২ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬টি ব্যাংক হিসাবে ২০ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় মামলায় আসামি করা হয়েছে জিল্লুল হাকিম ও তাঁর ছেলে আশিক মাহমুদ মিতুলকে।
অর্ধশত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তাঁর স্ত্রী এবং রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম ও তাঁর স্ত্রী-সন্তানসহ পাঁচজনের নামে পৃথক পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন, মোজাম্মিল হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, উপসহকারী পরিচালক মো. ফারুক হোসেন বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো করেন।
মামলার অন্য আসামিরা হলেন ফাহমী গোলন্দাজের স্ত্রী শারমিন গোলন্দাজ, জিল্লুল হাকিমের স্ত্রী সাঈদা হাকিম ওরফে সাঈদা সুলতানা চৌধুরী ও ছেলে আশিক মাহমুদ মিতুল। গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। স্বামী ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা ও ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলাটি করা হয়েছে ফাহমী ও তাঁর স্ত্রী শারমিনকে আসামি করে। শারমিন গোলন্দাজের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক। গত বছরের ২৯ আগস্ট জিল্লুল হাকিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ২০১৪,২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
জিল্লুল হাকিমের বিরুদ্ধে মামলায় ২৪ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৮০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৯টি ব্যাংক হিসাবে ২৭৮ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলায় স্ত্রী সাঈদা হাকিমের সঙ্গে জিল্লুল হাকিমকে আসামি করা হয়েছে। সাঈদা হাকিমের বিরুদ্ধে ৪ কোটি ২৭ লাখ ৭২ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬টি ব্যাংক হিসাবে ২০ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় মামলায় আসামি করা হয়েছে জিল্লুল হাকিম ও তাঁর ছেলে আশিক মাহমুদ মিতুলকে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সুযোগকে কাজে লাগিয়ে সিলেটের জকিগঞ্জে মামলাবাণিজ্য শুরু করেছে ‘সমন্বয়ক’ দাবিদার একটি চক্র। একই ঘটনার পৃথক পৃথক অংশ দেখিয়ে চক্রটি থানায় ও আদালতে পরপর চারটি মামলা করে বেপরোয়া চাঁদাবাজি শুরু করেছে।
২৪ মিনিট আগেগাজীপুরে এশিয়ান হাইওয়ে-১-এর অংশ ও ৪৮ কিলোমিটর দীর্ঘ ঢাকা বাইপাস মহাসড়কের উভয় পাশে ৩০ ফুট প্রশস্ত সার্ভিস লেন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের খবর ছড়িয়ে পড়েছে গাজীপুরে। এই খবরে সড়কের পাশে অবৈধ ও অননুমোদিত...
৩৪ মিনিট আগে২৯ জানুয়ারি পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল আনার কার্যক্রম শুরু হচ্ছে। ইতিমধ্যে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত ২৫০ কিলোমিটার পাইপলাইন স্থাপনের কার্যক্রম ৯৮ শতাংশ সম্পন্ন হয়েছে। আগামী মার্চের মধ্যে প্রকল্পের পুরো কাজ শেষ হবে।
৩৬ মিনিট আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে