Ajker Patrika

করোনা আক্রান্ত র‍্যাব মুখপাত্র কমান্ডার মঈন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা আক্রান্ত র‍্যাব মুখপাত্র কমান্ডার মঈন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এলিট ফোর্স র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তবে তাঁর শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর করোনা আক্রান্তের বিষয়টি জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান।

ইমরান খান বলেন, বুধবার করোনা পরীক্ষা করানোর পর আজ ফলাফল পজিটিভ এসেছে। একটি মাত্র উপসর্গ ছিল। তবে অন্য কোনো শারীরিক সমস্যা নেই। সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। 

২০২১ সালের বছরের ২৫ মার্চ র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব পান কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে তিনি র‍্যাবের কমিউনিকেশন উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। মেধাবী, সৎ ও চৌকস অফিসার হিসেবে পরিচিত খন্দকার আল মঈন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত