Ajker Patrika

ফেরি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, খরচ ২ কোটি টাকা 

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ০৩
ফেরি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, খরচ ২ কোটি টাকা 

ডুবে যাওয়া ফেরি আমানত শাহকে উদ্ধার করার জন্য মৌখিকভাবে চুক্তি করা হয়েছে চট্টগ্রামের বেসরকারি প্রতিষ্ঠান জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে। পাঁচটি শক্তিশালী উইন্স ট্রাক দিয়ে ৫০ জন শ্রমিক উদ্ধারকাজে অংশগ্রহণ করবেন। এতে প্রায় দুই কোটি টাকা খরচ হবে বলে জানা গেছে। 

আজ রোববার জিনোইন এন্টারপ্রাইজ লিমিটেডের সিইও বদিউল আলম ফেরি আমানত শাহ তোলার মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল (সোমবার) বিকেলের দিকে আমানত শাহ ফেরি তোলার জন্য সব ধরনের (ইকোইভমেন্ট) যন্ত্রাংশ নিয়ে পৌঁছাবে উদ্ধারকারী টিম। প্রথম দিকে ডুবুরিরা দেখবেন, এবং পরে তাদের মন্তব্যের ওপর ভিত্তি করে ফেরিটি তোলার প্রস্তুতি নেওয়া হবে। 

বদিউল আলম আরোও বলেন, 'সকালে বিআইডব্লিউটিএর হেড অফিসে এ নিয়ে প্রথম সভা হয়েছে। ফেরি উদ্ধারে আমরা আমাদের চুক্তির দুই কোটি টাকার কথা জানিয়ে দিয়েছে। দুপরের পর চেয়ারম্যানসহ বিআইডব্লিউটিএর সব কর্মকর্তর আরেকটি সভা হবে। এরপর বিকেলে চুক্তিতে স্বাক্ষর হবে। প্রাথমিকভাবে তাঁরা আমাদের নিশ্চিত করেছেন ফেরি উদ্ধারের কাজ আমরা পাচ্ছি।' 

উল্লেখ্য, গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে তিনতলাবিশিষ্ট রো-রো ফেরি শাহ্-আমানত আকস্মিকভাবে নদীতে হেলে পড়ে ডুবে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত