সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় ঝড়ের কবলে ও বৃষ্টির পানিতে একটি পোলট্রি ফার্মের প্রায় তিন হাজার মুরগির বাচ্চা মারা গেছে। সেই সঙ্গে ঝড়ের কবলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কয়েকটি গবাদিপশুর খামার ও বিভিন্ন ঝুট গোডাউনের ব্যবসায়ীরা।
আজ শনিবার সকালের ঝড়-বৃষ্টিতে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নোরিঙ্গারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
অভি পোলট্রি ফার্মের মালিক নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালের ঝড়ে খামারের টিনের চাল উড়ে যায়। পরে পানি ঢুকে আমার সব মুরগির বাচ্চা মারা যায়। বাচ্চার দামই তো প্রায় ২ লাখ টাকা। আর টিনের খরচ মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
মুরগির খামার ছাড়াও পার্শ্ববর্তী আরেকটি গরুর খামারের টিনের চাল উড়ে গেছে। খামারের মালিক লুৎফর রহমান বলেন, ‘খামারের চাল উড়ে গিয়ে প্রায় ৫ থেকে ৭ শ গজ দূরে পড়েছে। কর্মচারী দিয়ে এখন সেগুলো আনা হচ্ছে। গরুর তেমন ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে, বাকিটা ডাক্তার এসে বলতে পারবে।’
আশপাশের অন্তত ১০টি ঝুটের গোডাউনও একই ধরনের ক্ষতির শিকার হয়েছে। দুমড়ে-মুচড়ে গিয়েছে টিনের তৈরি গোডাউনগুলো। ভেতরে থাকা বেশির ভাগ জিনিসই ভিজে নষ্ট হয়েছে।
এ বিষয়ে ঝুটের গোডাউনের কর্মচারী সিদ্দিক বলেন, চাল উড়ে গিয়ে কোথায় গিয়েছে জানি না। ঘরের মাল যা ছিল ৬-৭ লাখ টাকার সব ভিজে গেছে। রোদে শুকালে অর্ধেক মালামাল আবার ব্যবহার করা যেতে পারে, নয়তো সব বাদ। আবার ব্যবসা শুরু করতে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।’
সাভারের আশুলিয়ায় ঝড়ের কবলে ও বৃষ্টির পানিতে একটি পোলট্রি ফার্মের প্রায় তিন হাজার মুরগির বাচ্চা মারা গেছে। সেই সঙ্গে ঝড়ের কবলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কয়েকটি গবাদিপশুর খামার ও বিভিন্ন ঝুট গোডাউনের ব্যবসায়ীরা।
আজ শনিবার সকালের ঝড়-বৃষ্টিতে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের নোরিঙ্গারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
অভি পোলট্রি ফার্মের মালিক নুরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালের ঝড়ে খামারের টিনের চাল উড়ে যায়। পরে পানি ঢুকে আমার সব মুরগির বাচ্চা মারা যায়। বাচ্চার দামই তো প্রায় ২ লাখ টাকা। আর টিনের খরচ মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’
মুরগির খামার ছাড়াও পার্শ্ববর্তী আরেকটি গরুর খামারের টিনের চাল উড়ে গেছে। খামারের মালিক লুৎফর রহমান বলেন, ‘খামারের চাল উড়ে গিয়ে প্রায় ৫ থেকে ৭ শ গজ দূরে পড়েছে। কর্মচারী দিয়ে এখন সেগুলো আনা হচ্ছে। গরুর তেমন ক্ষতি হয়নি বলে মনে হচ্ছে, বাকিটা ডাক্তার এসে বলতে পারবে।’
আশপাশের অন্তত ১০টি ঝুটের গোডাউনও একই ধরনের ক্ষতির শিকার হয়েছে। দুমড়ে-মুচড়ে গিয়েছে টিনের তৈরি গোডাউনগুলো। ভেতরে থাকা বেশির ভাগ জিনিসই ভিজে নষ্ট হয়েছে।
এ বিষয়ে ঝুটের গোডাউনের কর্মচারী সিদ্দিক বলেন, চাল উড়ে গিয়ে কোথায় গিয়েছে জানি না। ঘরের মাল যা ছিল ৬-৭ লাখ টাকার সব ভিজে গেছে। রোদে শুকালে অর্ধেক মালামাল আবার ব্যবহার করা যেতে পারে, নয়তো সব বাদ। আবার ব্যবসা শুরু করতে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন।’
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
২ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকালেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
৮ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩০ মিনিট আগে