পিআইবির পরিচালক জাকিরের অপসারণ দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। 

আজ রোববার দুপুরে রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি চত্বরে এই বিক্ষোভ মিছিল আয়োজন করে দীর্ঘদিন বৈষম্যের শিকার কর্মীরা। এর আগে তাঁরা পিআইবি মিলনায়তনে প্রতিবাদ সভার আয়োজন করে। 

পিআইবি থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিআইবির প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত জাফর ও জাকির গংয়ের বিরুদ্ধে গত ৭ আগস্ট থেকে প্রতিদিন এই বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। আন্দোলনের মুখে গত ১৩ আগস্ট পিআইবির মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ পদত্যাগ করে। আন্দোলনকারীরা পিআইবির ডিজির পদত্যাগের পত্র গ্রহণ করে দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ ও পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। তাঁরা জানান, যত দিন জাকির হোসেন পদত্যাগ করছেন না, তত দিন এই আন্দোলন ও কর্মবিরতি চলবে। 

পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বি বলেন, গত ১৬ বছরে পিআইবিতে অনেক অনিয়ম-দুর্নীতি হয়েছে। জাফর ও জাকির আইন লঙ্ঘন করে নিজেদের স্বার্থ হাসিলে সব অন্যায় অপকর্ম করেছে। তাঁরা সিন্ডিকেট করে নিজেদের পকেট ভরেছে। 

তিনি আরও বলেন, ‘আমি ২০ বছরে কোনো প্রমোশন না পেলেও একাধিক ব্যক্তি স্বল্প সময়ে অযৌক্তিকভাবে তিনটা প্রমোশন পেয়েছে। যারা অন্যায়ের প্রতিবাদ করেছে, তাঁদের জুলুম-নির্যাতন করা হয়েছে।’ 

পিআইবির রিসার্চ অফিসার হিসেবে কর্মরত শেখ মজলিশ ফুয়াদ বলেন, বিগত প্রশাসন ব্যক্তিস্বার্থে পিআইবির মতো প্রতিষ্ঠানকে পরিচালিত করেছে ৫টি বছর। প্রতিষ্ঠানটিকে তাঁরা অকার্যকর করে গেছে। তাই একে ঢেলে সাজাতে হবে, সংস্কার করতে হবে। এছাড়া দীর্ঘদিন অনিয়মের কারণে পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি দিয়ে বঞ্চনার অবসান ঘটাতে হবে। 

পিআইবির হিসাব সহকারী মিজানুর রহমান সরকার জানান, জাকির একজন লেবাসধারী। সে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য রং বদলায়। যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের লোক বনে গিয়ে নিজের স্বার্থ হাসিল করে। এছাড়া প্রভিডেন্টে ফান্ডের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে উত্তোলন করে ছয় মাস বেসরকারি ব্যাংকে রেখেছিল। তার কোনো হিসাব পিআইবির কোনো কর্মকর্তা-কর্মচারীকে দেওয়া হয়নি। হিসাব চাওয়ার কারণে এর প্রতিবাদকারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ও চাকরিচ্যুতির হুমকি দেওয়া হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত