Ajker Patrika

মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো

সাভার (ঢাকা) প্রতিনিধি
মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো

রানা প্লাজা ট্র‍্যাজেডির ১০ বছর পূর্তিতে সাভারে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। আজ শুক্রবার সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ‘মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো; দোষীদের শাস্তি দাও, জান বাঁচাতে ২৫ হাজার টাকা মজুরি করো’ এসব দাবিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম তিন দিনের এই আলোকচিত্র প্রদর্শনীটি উদ্বোধন করেন রানা প্লাজার আহত শ্রমিক রুপালি আক্তার। প্রদর্শনীটি ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা সাড়ে ৪টা পর্যন্ত চলবে। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন নিহত গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানা প্লাজায় নিহতদের স্বজন, শ্রমিক সংগঠকেরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাস্তবে পোশাক খাত ও মালিকদের উন্নয়ন হলেও উন্নতি হয়নি শ্রমিকের জীবনমানের। বাজারে ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতির কারণে মাত্র আট হাজার টাকায় সস্তা মজুর হিসেবে পোশাক শ্রমিকেরা নিদারুণ সময় পার করছেন। নেতারা এ সময় অবিলম্বে রানা প্লাজার দোষীদের শাস্তি, ক্ষতিপূরণ আইন বদল এবং বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানান।

তাসলিমা আখতার বলেন, ‘অবিলম্বে রানা প্লাজার দোষীদের শাস্তি, ক্ষতিপূরণের আইন বদল এবং বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। রানা প্লাজার ঘটনা পোশাক শ্রমিকদের আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। সারা দুনিয়ার কারখানার ইতিহাসে এটি বিরল ঘটনা। এই দুঃসহ স্মৃতি আমরা কখনো ভুলতে পারব না। আমরা এই ভয়াবহ স্মৃতি, রানা প্লাজায় হতাহতের শারীরিক, মানসিক ক্ষত সমস্ত টাই পোশাক শ্রমিকসহ দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাই। দুঃসহ এই স্মৃতি থেকে শক্তি নিয়ে এ ঘটনার প্রতিবাদ ও জীবিত শ্রমিকদের জন্য লড়াই করে যেতে চাই।’

প্রদর্শনী শেষে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়। 

উল্লেখ্য, দেশের ইতিহাসে ভয়াবহ ভবন ধসের ঘটনা এই রানা প্লাজা ট্র্যাজেডি। ২০১৩ সালের ২৪ এপ্রিল ৯ তলার এই ভবনের পুরোটাই ধসে পড়েছিল। এ ঘটনায় ইট-কংক্রিটের নিচে চাপা পড়ে মারা যান ১ হাজার ১৩৮ জন শ্রমিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত