বৃষ্টির জন্য শিবচরে মুসল্লিদের নামাজ আদায়

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ১৫: ৫৯
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৬: ৩৮

প্রচণ্ড দাবদাহে পুড়ছে সারা দেশ। বৃষ্টি ও বাতাস না থাকায় নাভিশ্বাস মাদারীপুরসহ গোটা দেশের কর্মজীবী মানুষের। গরমের তীব্রতায় অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ ও শিশুরা। জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে বৃষ্টির জন্য মাদারীপুরের শিবচরে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিবচরের বাহাদুরপুর হাজী শরীয়ত উল্লাহর আস্তানার মাদ্রাসা মাঠে এ নামাজ আদায় করা হয়।

উপজেলার বাহাদুরপুর কওমি মাদ্রাসার শিক্ষক মুফতি নজরুল ইসলামের ইমামতিতে নামাজে অংশ নেন বাহাদুরপুরের বর্তমান পীর আবদুল্লাহ মোহাম্মদ হাসানসহ পাঁচ শতাধিক মুসল্লি। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত