Ajker Patrika

কারাগারে বন্দী যুদ্ধাপরাধ মামলার আসামির হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২০: ৫৮
কারাগারে বন্দী যুদ্ধাপরাধ মামলার আসামির হাসপাতালে মৃত্যু

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা ময়মনসিংহের ফুলপুরের গিয়াস উদ্দিন খান অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপার সুভাষ কুমার ঘোষ।

৮০ বছরের বেশি বয়স হওয়ায় গিয়াস উদ্দিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত ২১ তারিখ থেকে তাঁকে কারাগারের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল এমনটা জানিয়ে সুভাষ কুমার ঘোষ বলেন, ‘সোমবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৯ সালে গ্রেপ্তারের পর থেকে গিয়াস উদ্দিন কারাগারে ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একটি মামলা বিচারাধীন।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকালে অসুস্থ এক হাজতিকে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বেলা ১১টার দিকে মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে যাওয়া হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে তার মরদেহ পরিবারের পক্ষ থেকে কেউ গ্রহণ করেছে কী না বলতে পারছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত