নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মোশারফ হোসেন হলের পাশে জঙ্গলে বহিরাগত এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাসহ চারজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হাসান সাগর, ৪৬তম ব্যাচের সাগর সিদ্দিক ও ৪৫তম ব্যাচের হাসানুজ্জামান।
বিকেলে সাভার থানা-পুলিশ চারজনকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের আবেদন করেন। অন্য তিনজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
অপরদিকে ছাত্রলীগ নেতা মোস্তাফিজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের খাস কামরায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণের জন্য পাঠানো হয়। তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, আসামি মোস্তাফিজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের পাশের জঙ্গলে গৃহবধূকে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তিনি আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। তাই তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি লিপিবদ্ধ করা প্রয়োজন।
আদালত সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিচারকের খাস কামরায় গিয়ে জবানবন্দি দিতে অস্বীকার করেন। পরে আদালত তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল এ সব বিষয় নিশ্চিত করেন।
গত ৩ ফেব্রুয়ারি সকালে পুলিশ মোস্তাফিজসহ চারজনকে গ্রেপ্তার করে। এর আগের মধ্যরাতে ওই নারীকে ধর্ষণের ঘটনা জানাজানি হয়। রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার বিচার চেয়ে মিছিল সমাবেশ করে। ৩ ফেব্রুয়ারি সকালে ধর্ষণের অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ওই নারীর স্বামী।
মামলার বর্ণনা অনুযায়ী গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন জঙ্গলে নারীকে ধর্ষণের এ ঘটনা ঘটে। সে সময় তাঁর স্বামীকে হলের এ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আটকে রাখা হয়। ওই দম্পতির বাড়িতে ভাড়া থাকতেন মামুন। এর পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামীকে বিশ্ববিদ্যালয়ে ডেকে নিয়ে আসেন।
তারপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আটকে রাখেন। পরে তাঁর স্ত্রীর মাধ্যমে নিজের রেখে আসা জিনিসপত্র আনতে বলেন মামুন। এগুলো নিয়ে ক্যাম্পাসে আসেন ওই নারী। পরে জিনিসপত্র নিয়ে মামুন মোশারফ হোসেন হলের ভেতরের ওই কক্ষে রেখে আসেন। এরপর তাঁর স্বামী অন্যদিক থেকে আসবেন বলে ওই নারীকে হল-সংলগ্ন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁকে ধর্ষণ করা হয়।
আরো পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মোশারফ হোসেন হলের পাশে জঙ্গলে বহিরাগত এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাসহ চারজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হাসান সাগর, ৪৬তম ব্যাচের সাগর সিদ্দিক ও ৪৫তম ব্যাচের হাসানুজ্জামান।
বিকেলে সাভার থানা-পুলিশ চারজনকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান আসামি ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমানের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের আবেদন করেন। অন্য তিনজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
অপরদিকে ছাত্রলীগ নেতা মোস্তাফিজকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের খাস কামরায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি গ্রহণের জন্য পাঠানো হয়। তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, আসামি মোস্তাফিজকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের পাশের জঙ্গলে গৃহবধূকে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
তিনি আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। তাই তার স্বীকারোক্তি মূলক জবানবন্দি লিপিবদ্ধ করা প্রয়োজন।
আদালত সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বিচারকের খাস কামরায় গিয়ে জবানবন্দি দিতে অস্বীকার করেন। পরে আদালত তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবীর বাবুল এ সব বিষয় নিশ্চিত করেন।
গত ৩ ফেব্রুয়ারি সকালে পুলিশ মোস্তাফিজসহ চারজনকে গ্রেপ্তার করে। এর আগের মধ্যরাতে ওই নারীকে ধর্ষণের ঘটনা জানাজানি হয়। রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘটনার বিচার চেয়ে মিছিল সমাবেশ করে। ৩ ফেব্রুয়ারি সকালে ধর্ষণের অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন ওই নারীর স্বামী।
মামলার বর্ণনা অনুযায়ী গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন জঙ্গলে নারীকে ধর্ষণের এ ঘটনা ঘটে। সে সময় তাঁর স্বামীকে হলের এ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আটকে রাখা হয়। ওই দম্পতির বাড়িতে ভাড়া থাকতেন মামুন। এর পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামীকে বিশ্ববিদ্যালয়ে ডেকে নিয়ে আসেন।
তারপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের ‘এ’ ব্লকের ৩১৭ নম্বর কক্ষে আটকে রাখেন। পরে তাঁর স্ত্রীর মাধ্যমে নিজের রেখে আসা জিনিসপত্র আনতে বলেন মামুন। এগুলো নিয়ে ক্যাম্পাসে আসেন ওই নারী। পরে জিনিসপত্র নিয়ে মামুন মোশারফ হোসেন হলের ভেতরের ওই কক্ষে রেখে আসেন। এরপর তাঁর স্বামী অন্যদিক থেকে আসবেন বলে ওই নারীকে হল-সংলগ্ন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাঁকে ধর্ষণ করা হয়।
আরো পড়ুন:
মোস্তফা আমীনসহ আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেককে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই–বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
৭ মিনিট আগেফেনীর ছাগলনাইয়ায় প্রাইভেট কারে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার মনুর হাটে বসানো অস্থায়ী চেকপোস্টে তাদের গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেসমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
১৩ মিনিট আগেস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় যাবেন। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে তিনি কাউনিয়ায় আসবেন।
১৭ মিনিট আগে