নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘আমাকে দেখলে কি মনে হয়, আমি জোচ্চুরি করার জন্য ব্যবসা করি।’ আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলার শুনানি শেষে এ কথা বলেন।
গ্রামীণ টেলিকমের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় বিচারিক আদালতে জামিন পাওয়ার পর ও অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. ইউনূস। সেখানেই তিনি এ প্রশ্ন রাখেন।
ড. ইউনূস বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমি অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি, আমি সুদখোর—এ রকম ভয়াবহ শব্দ অভিযোগে বলা হয়েছে। এ অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কি না—সেটা আপনারাই বিবেচনা করবেন। আমার বিরুদ্ধে অভিযোগ দেশের জনগণ বিবেচনা করবে।’
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। আমি ১ কোটি গরিব মানুষকে গ্রামীণ ব্যাংকের মালিক বানিয়েছি, তাদের মালিকানা দিয়েছি। আর কেউ তো দেয়নি। আমি নাকি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আত্মসাৎ করেছি, আমাকে নাকি পদ্মায় ফেলে চুবানো হবে—এ রকম অনেক কটু কথা বড় বড় প্রোগ্রামে বলা হয়েছে। মানুষ কিছুই গ্রহণ করেনি। আজকে যে অভিযোগ এসেছে অর্থ পাচারের, এগুলো সব আগের মতোই হয়রানি।’
আপনার সঙ্গে বারবার কেন এমন হচ্ছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ প্রশ্ন তো আমিও আপনাদের মাধ্যমে বারবার করেছি। যারা আমার সঙ্গে এমন করছে এ ব্যাখ্যা তো তাঁরা দেবেন। আমি কেন এই ব্যাখ্যা দেব?’
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘আমাকে দেখলে কি মনে হয়, আমি জোচ্চুরি করার জন্য ব্যবসা করি।’ আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ মামলার শুনানি শেষে এ কথা বলেন।
গ্রামীণ টেলিকমের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় বিচারিক আদালতে জামিন পাওয়ার পর ও অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড. ইউনূস। সেখানেই তিনি এ প্রশ্ন রাখেন।
ড. ইউনূস বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমি অর্থ আত্মসাৎ করেছি, অর্থ পাচার করেছি, আমি সুদখোর—এ রকম ভয়াবহ শব্দ অভিযোগে বলা হয়েছে। এ অপরাধগুলো আমার গায়ে লাগানোর মতো অপরাধ কি না—সেটা আপনারাই বিবেচনা করবেন। আমার বিরুদ্ধে অভিযোগ দেশের জনগণ বিবেচনা করবে।’
নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘গ্রামীণ ব্যাংকের মালিক আমি না। আমি ১ কোটি গরিব মানুষকে গ্রামীণ ব্যাংকের মালিক বানিয়েছি, তাদের মালিকানা দিয়েছি। আর কেউ তো দেয়নি। আমি নাকি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আত্মসাৎ করেছি, আমাকে নাকি পদ্মায় ফেলে চুবানো হবে—এ রকম অনেক কটু কথা বড় বড় প্রোগ্রামে বলা হয়েছে। মানুষ কিছুই গ্রহণ করেনি। আজকে যে অভিযোগ এসেছে অর্থ পাচারের, এগুলো সব আগের মতোই হয়রানি।’
আপনার সঙ্গে বারবার কেন এমন হচ্ছে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ প্রশ্ন তো আমিও আপনাদের মাধ্যমে বারবার করেছি। যারা আমার সঙ্গে এমন করছে এ ব্যাখ্যা তো তাঁরা দেবেন। আমি কেন এই ব্যাখ্যা দেব?’
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ ঘণ্টা আগে