ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলম হাওলাদার (৬০) নামে এক কয়েদি ও হান্নান মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে আসামি শাহ আলম ও গতকাল শনিবার দিবাগত রাতে হান্নান মিয়ার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে দুই বন্দীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন কারারক্ষীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কারারক্ষী মো. কামরুজ্জামান জানান, শাহ আলমের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার। ১৩৮ ধারায় সিআর মামলায় দণ্ডিত ছিলেন তিনি। চলতি মাসের ১০ তারিখে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরে ঢাকা মেডিকেলের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হন। সেখানেই সকালে মারা যান তিনি।
তিনি আরও জানান, হান্নান মিয়ার বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার গাজীপুর গ্রামে। কোতোয়ালি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি ছিলেন হান্নান মিয়া। চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়। তাঁকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন গতকাল রাতে মারা যান তিনি। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলম হাওলাদার (৬০) নামে এক কয়েদি ও হান্নান মিয়া (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ৭টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে আসামি শাহ আলম ও গতকাল শনিবার দিবাগত রাতে হান্নান মিয়ার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে দুই বন্দীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন কারারক্ষীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কারারক্ষী মো. কামরুজ্জামান জানান, শাহ আলমের বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলার। ১৩৮ ধারায় সিআর মামলায় দণ্ডিত ছিলেন তিনি। চলতি মাসের ১০ তারিখে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। পরে ঢাকা মেডিকেলের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হন। সেখানেই সকালে মারা যান তিনি।
তিনি আরও জানান, হান্নান মিয়ার বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার গাজীপুর গ্রামে। কোতোয়ালি থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি ছিলেন হান্নান মিয়া। চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়। তাঁকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন গতকাল রাতে মারা যান তিনি। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
১১ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
৩৬ মিনিট আগেসিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, কমলগঞ্জ, আওয়ামী লীগ, যুবলীগ, জেলার খবর
৪৪ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউপি সদস্যসহ অন্তত ১১ জন আহত হন।
১ ঘণ্টা আগে