নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মতিঝিল, মুগদা, ওয়ারী, খিলগাঁও, বংশাল, সবুজবাগ ও শাহজাহানপুর এলাকা থেকে গত বুধবার রাতে ২৯ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব ৩। এ নিয়ে গত ছয় মাসে এ ব্যাটালিয়ন ২০৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। গতকাল রাজধানীর টিকাটুলি র্যাব-৩ এর কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য দেন।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক তোড়জোড় চালানোর পরিকল্পনা করছিল। সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। র্যাব-৩ গত ৬ মাসে ছিনতাইকারীদের বিরুদ্ধে ৫৯টি অভিযান পরিচালনা করে ২০৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ ফেব্রুয়ারি রাত রাজধানীর মতিঝিল, মুগদা, ওয়ারী, খিলগাঁও, বংশাল, সবুজবাগ ও শাহজাহানপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. রাকেশ কালাচাঁন (১৯) ও মো. মান্নানকে (৪০) গ্রেপ্তার করা হয়। এদের ছাড়াও চক্রের সক্রিয় সদস্য মো. ইমরান গাজী (২৯), মো. আকাশ (২৫), মো. ইসরাফিল (১৯), মো. সিয়াম (২০), মো. মানিক (২৪), নাহিদ পারভেজ (৩৭), মো. আরাফাত (১৯), মো. শাকিল (১৯), মো. রিয়াদ (১৯), মো. আব্দুল রব মিয়া (২৬), মো. সাইফুল ইসলাম (২৮), মো. রাসেল (২১), মো. ইসমাইল (৩২), লোকনাথ রাজ বংশিসহ (৩২) ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সুইচ গিয়ার, চাকু, ক্ষুর, কাঁচি, ব্লেড, মোবাইল ফোন এবং নগদ টাকাসহ বিপুল দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, যেকোনো উৎসবকে কেন্দ্র করে তাদের তৎপরতা বাড়ে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, পয়লা ফাল্গুন এবং বই মেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকা উৎসব মুখর থাকে। এ সুযোগে ওই এলাকা ও আশপাশ যেমন, শাহবাগ, শাহজাহানপুর, মতিঝিল, কমলাপুর, খিলগাঁওসহ আরও বেশ কয়েকটি জায়গায় বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করে আসছিল।
এ ছাড়াও আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল এই চক্রটির।
র্যাবের অধিনায়ক জানান, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা বিভিন্ন অলি গলিতে ওত পেতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজিচালিত অটোরিকশা যাত্রীদের ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে।
সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠে। ছিনতাইয়ে বাধা দিলে নিরীহ পথচারীদের হত্যা করতেও দ্বিধা করে না বলেও জানান র্যাব ৩ এর অধিনায়ক।
র্যাব জানিয়েছে, ছিনতাইকারী চক্রের সদস্যরা টার্গেট করে পথচারীদের ছিনতাই করে। টার্গেট করা ব্যক্তির সঙ্গে ছিনতাইকারী চক্রের সদস্যরা বিভিন্ন ধরনের কথা বলে। এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন যোগ দেন। ছিনতাইকারী চক্রের একজন সদস্য ওই ব্যক্তির সঙ্গে বিতর্কে জড়ান ও মারধর শুরু করেন। লোকজন এগিয়ে এলে বলে, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে এ মারামারি। ততক্ষণে ছিনতাইয়ের কাজটি তাদের চক্রের কেউ একজন সেরে ফেলে। এ ছাড়াও তারা ছিনতাইয়ের কাজে বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে এবং ছিনতাইয়ের কাজে বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে।
রাজধানীর মতিঝিল, মুগদা, ওয়ারী, খিলগাঁও, বংশাল, সবুজবাগ ও শাহজাহানপুর এলাকা থেকে গত বুধবার রাতে ২৯ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব ৩। এ নিয়ে গত ছয় মাসে এ ব্যাটালিয়ন ২০৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। গতকাল রাজধানীর টিকাটুলি র্যাব-৩ এর কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য দেন।
লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, সাম্প্রতিক সময়ে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক তোড়জোড় চালানোর পরিকল্পনা করছিল। সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। র্যাব-৩ গত ৬ মাসে ছিনতাইকারীদের বিরুদ্ধে ৫৯টি অভিযান পরিচালনা করে ২০৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ ফেব্রুয়ারি রাত রাজধানীর মতিঝিল, মুগদা, ওয়ারী, খিলগাঁও, বংশাল, সবুজবাগ ও শাহজাহানপুর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ছিনতাইকারী চক্রের মূল হোতা মো. রাকেশ কালাচাঁন (১৯) ও মো. মান্নানকে (৪০) গ্রেপ্তার করা হয়। এদের ছাড়াও চক্রের সক্রিয় সদস্য মো. ইমরান গাজী (২৯), মো. আকাশ (২৫), মো. ইসরাফিল (১৯), মো. সিয়াম (২০), মো. মানিক (২৪), নাহিদ পারভেজ (৩৭), মো. আরাফাত (১৯), মো. শাকিল (১৯), মো. রিয়াদ (১৯), মো. আব্দুল রব মিয়া (২৬), মো. সাইফুল ইসলাম (২৮), মো. রাসেল (২১), মো. ইসমাইল (৩২), লোকনাথ রাজ বংশিসহ (৩২) ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে সুইচ গিয়ার, চাকু, ক্ষুর, কাঁচি, ব্লেড, মোবাইল ফোন এবং নগদ টাকাসহ বিপুল দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, যেকোনো উৎসবকে কেন্দ্র করে তাদের তৎপরতা বাড়ে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, পয়লা ফাল্গুন এবং বই মেলাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকা উৎসব মুখর থাকে। এ সুযোগে ওই এলাকা ও আশপাশ যেমন, শাহবাগ, শাহজাহানপুর, মতিঝিল, কমলাপুর, খিলগাঁওসহ আরও বেশ কয়েকটি জায়গায় বড় ধরনের ছিনতাইয়ের পরিকল্পনা করে আসছিল।
এ ছাড়াও আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা ২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছিনতাইয়ের পরিকল্পনা ছিল এই চক্রটির।
র্যাবের অধিনায়ক জানান, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা বিভিন্ন অলি গলিতে ওত পেতে থাকে। সুযোগ পাওয়া মাত্রই পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজিচালিত অটোরিকশা যাত্রীদের ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে।
সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তুলনামূলক জনশূন্য রাস্তা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে ওঠে। ছিনতাইয়ে বাধা দিলে নিরীহ পথচারীদের হত্যা করতেও দ্বিধা করে না বলেও জানান র্যাব ৩ এর অধিনায়ক।
র্যাব জানিয়েছে, ছিনতাইকারী চক্রের সদস্যরা টার্গেট করে পথচারীদের ছিনতাই করে। টার্গেট করা ব্যক্তির সঙ্গে ছিনতাইকারী চক্রের সদস্যরা বিভিন্ন ধরনের কথা বলে। এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন যোগ দেন। ছিনতাইকারী চক্রের একজন সদস্য ওই ব্যক্তির সঙ্গে বিতর্কে জড়ান ও মারধর শুরু করেন। লোকজন এগিয়ে এলে বলে, নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝির কারণে এ মারামারি। ততক্ষণে ছিনতাইয়ের কাজটি তাদের চক্রের কেউ একজন সেরে ফেলে। এ ছাড়াও তারা ছিনতাইয়ের কাজে বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে এবং ছিনতাইয়ের কাজে বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিক্ষোভের পর রাত ১০টার দিকে টিএসসিতে গায়েবানা জানাজার নামাজও আদায় করা হয়
৩ ঘণ্টা আগেচট্টগ্রাম আদালতে ইসকন নেতা ও সনাতন সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও সহিংসতায় রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহতের ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বন্দরনগরী। গতকাল সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার
৪ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার উপজেলার পুকড়া এলাকায় নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগেববি, ট্রেজারার, সেনা কর্মকর্তা, বরিশাল, জেলার খবর
৫ ঘণ্টা আগে