নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৩ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেলের আরও দুটি স্টেশন। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত নতুন দুটি স্টেশনের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি মেট্রোস্টেশন। তবে এসব স্টেশন চালু হলেও মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে না। মেট্রোরেল বেলা সাড়ে ১১টা পর্যন্তই চলবে মতিঝিল পর্যন্ত। তবে রাতে কবে থেকে চলবে, সেই বিষয়ে ধারণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক মেট্রোরেল মধ্যরাত পর্যন্ত চলাচলের সময় এবং পুরো সপ্তাহে নিরবচ্ছিন্ন চলাচলের বিষয়ে কথা বলেন।
এম এ এন ছিদ্দিক বলেন, এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে, আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলছে বেলা সাড়ে ১১ পর্যন্ত। তবে আগামী তিন মাসের মধ্যে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হবে। এরপর পর্যায়ক্রমে সময় বাড়বে। প্রথমে মতিঝিল পর্যন্ত সময় সমন্বয় করা হবে আগারগাঁওয়ের সঙ্গে। এরপরের তিন মাস পর্যায়ক্রমে আবার সময় বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।
অর্থাৎ মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচলের জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত।
এম এ এন ছিদ্দিক বলেন, শুক্রবার এখন সাপ্তাহিক ছুটির দিন হিসেবে আছে। তবে মেট্রোরেল পুরোপুরি মতিঝিল পর্যন্ত স্বাভাবিক সময়ের মতো যখন চলাচল করবে, তখন আলাদাভাবে শুক্রবার আর সাপ্তাহিক ছুটি থাকবে না। তখন স্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের তিন ভাগ করে ছুটি দেওয়া হবে।
এর আগে তিনি ১৩ ডিসেম্বর মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি মেট্রোস্টেশন উদ্বোধনের তথ্য জানান।
১৩ ডিসেম্বর থেকে চালু হচ্ছে মেট্রোরেলের আরও দুটি স্টেশন। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত নতুন দুটি স্টেশনের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি মেট্রোস্টেশন। তবে এসব স্টেশন চালু হলেও মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে না। মেট্রোরেল বেলা সাড়ে ১১টা পর্যন্তই চলবে মতিঝিল পর্যন্ত। তবে রাতে কবে থেকে চলবে, সেই বিষয়ে ধারণা দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক মেট্রোরেল মধ্যরাত পর্যন্ত চলাচলের সময় এবং পুরো সপ্তাহে নিরবচ্ছিন্ন চলাচলের বিষয়ে কথা বলেন।
এম এ এন ছিদ্দিক বলেন, এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সাড়ে ৮টা পর্যন্ত চলাচল করছে, আর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলছে বেলা সাড়ে ১১ পর্যন্ত। তবে আগামী তিন মাসের মধ্যে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হবে। এরপর পর্যায়ক্রমে সময় বাড়বে। প্রথমে মতিঝিল পর্যন্ত সময় সমন্বয় করা হবে আগারগাঁওয়ের সঙ্গে। এরপরের তিন মাস পর্যায়ক্রমে আবার সময় বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল।
অর্থাৎ মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচলের জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত।
এম এ এন ছিদ্দিক বলেন, শুক্রবার এখন সাপ্তাহিক ছুটির দিন হিসেবে আছে। তবে মেট্রোরেল পুরোপুরি মতিঝিল পর্যন্ত স্বাভাবিক সময়ের মতো যখন চলাচল করবে, তখন আলাদাভাবে শুক্রবার আর সাপ্তাহিক ছুটি থাকবে না। তখন স্টেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের তিন ভাগ করে ছুটি দেওয়া হবে।
এর আগে তিনি ১৩ ডিসেম্বর মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি মেট্রোস্টেশন উদ্বোধনের তথ্য জানান।
রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির বেসমেন্টে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবনটিতে একটি সমবায় ব্যাংক ও কয়েকটি লাইব্রেরি রয়েছে। অগ্নিকাণ্ডের পর লাইব্রেরির জিনস পত্র সরিয়ে নেয় ব্যবসায়ীরা।
৭ মিনিট আগেবাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের (আইইউটি) উপাচার্য (ভিসি) অধ্যাপক রফিকুল ইসলাম খান। দুর্ঘটনার পর আজ (শনিবার) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এ কথা বলেন।
৭ মিনিট আগেমাহিনের চাচা হাসান রহমান বলেন, ‘এখানে শতভাগ অবহেলা ছিল। একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত চাই।’ রংপুর বিভাগ, রংপুর জেলা, গাজীপুর, বাস, আগুন, জেলার খবর
১২ মিনিট আগেডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন..
৩১ মিনিট আগে