নরসিংদী প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘আওয়ামী লীগ দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়ে গেছে। এ কারণে বাংলাদেশ উন্নয়ন বঞ্চিত হয়েছে। কারণ, তারা লুটপাট করে এ দেশের জনগণের টাকা দিয়ে বিদেশে বেগমপাড়া করেছে। তারা সুইস ব্যাংকে টাকা রেখেছে। ১৮ লাখ কোটি টাকা শেখ হাসিনা বিদেশে পাচার করেছে।’
আজ শনিবার নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর-কাজিরকান্দি ঈদগাহ মাঠে বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘আওয়ামী লীগের পুনর্জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচনা হয়েছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, সংবাদপত্রের বাকস্বাধীনতা দিয়েছিলেন, তিনি সব দলের স্বাধীনতা দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। এ দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। খুনি ও লুটপাটকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না। তাই দেশের সর্বত্র এই দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে।’
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সরকার, সদস্যসচিব আব্দুল কাইয়ুম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, সাবেক জিএস এস এম শরীফ প্রমুখ।
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘আওয়ামী লীগ দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়ে গেছে। এ কারণে বাংলাদেশ উন্নয়ন বঞ্চিত হয়েছে। কারণ, তারা লুটপাট করে এ দেশের জনগণের টাকা দিয়ে বিদেশে বেগমপাড়া করেছে। তারা সুইস ব্যাংকে টাকা রেখেছে। ১৮ লাখ কোটি টাকা শেখ হাসিনা বিদেশে পাচার করেছে।’
আজ শনিবার নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের নেকজানপুর-কাজিরকান্দি ঈদগাহ মাঠে বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ‘আওয়ামী লীগের পুনর্জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল, একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচনা হয়েছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, সংবাদপত্রের বাকস্বাধীনতা দিয়েছিলেন, তিনি সব দলের স্বাধীনতা দিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘আগামী ১০০ বছরেও আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। এ দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। খুনি ও লুটপাটকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার রাখে না। তাই দেশের সর্বত্র এই দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি উঠেছে।’
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন সরকার, সদস্যসচিব আব্দুল কাইয়ুম সরকার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহিদুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক ভিপি ইলিয়াছ আলী ভুইয়া, সাবেক জিএস এস এম শরীফ প্রমুখ।
যশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৮ মিনিট আগেকুষ্টিয়ার একটি কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের উত্তর মাগুরা মহাশ্মশান কালীমন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
২১ মিনিট আগেগাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় পৈতৃক জমি ফেরত ও তিন সাঁওতাল হত্যার বিচারের দাবি জানিয়েছেন সাঁওতালেরা। আজ বৃহস্পতিবার দুপুরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তাঁরা।
৪৪ মিনিট আগে