Ajker Patrika

শিমুলিয়ায় ঘরমুখী মানুষের চাপ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২২, ১২: ২১
শিমুলিয়ায় ঘরমুখী মানুষের চাপ

গত দুই দিনে প্রায় আড়াই লাখ যাত্রী মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়ার লঞ্চঘাট, স্পিডবোট ঘাট ও ফেরিঘাট দিয়ে পদ্মা পাড়ি দিয়েছে। আজ রোববারও সকাল থেকে ঘাটগুলোতে যাত্রীদের চাপ লক্ষ করা গেছে।

সকাল থেকে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও পিকআপের চাপ দেখা গেছে। তবে, সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেলের চাপ। কয়েক হাজার মোটরসাইকেল এই ঘাট দিয়ে ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়েছে।

এ ছাড়া, গণপরিবহনে করে যাত্রীরা এসে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে নদী পাড়ি দিচ্ছে। 

তবে, কর্তৃপক্ষ বলছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় যাত্রীদের চাপ কিছুটা কমতে শুরু করেছে। সারা দিনে শিমুলিয়া ঘাট থেকে ১০টি ফেরি, ১৫৩টি স্পিডবোট ও ৮৫টি লঞ্চে যান ও যাত্রী পার করা হচ্ছে। 

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুমন দেব জানান, ঘাটে তিন শতাধিক ছোট গাড়ি রয়েছে। সকালে মোটরসাইকেলের অনেক চাপ থাকলেও এখন সেটা কমতে শুরু করেছে। প্রায় দুই সহস্রাধিক মোটরসাইকেল ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়েছে। এখন অল্প কিছু বাকি আছে। 

আজ রোববারও সকাল থেকে ঘাটগুলোতে যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছেএদিকে রোববার ভোর থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার উদ্দেশে ঢাকা ও আশপাশের এলাকা থেকে গণপরিবহন ও বিভিন্ন যানবাহনে যে হাজার হাজার মানুষ আসছেন শিমুলিয়ায়, তাদের অধিকাংশ বিভিন্ন গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠানের কর্মজীবী। শিমুলিয়া ঘাট এলাকায় জটিলতা এড়াতে গণপরিবহনগুলো শিমুলিয়ার প্রবেশমুখে আটকে দেওয়া হচ্ছে। এ কারণে দীর্ঘ পথ হেঁটে ঘরমুখী যাত্রীদের ঘাটে পৌঁছাতে গিয়ে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তবে সুশৃঙ্খলভাবে ঘাট ব্যবস্থাপনার জন্য বাধ্য হয়েই গণপরিবহনগুলো শিমুলিয়ার প্রবেশমুখে আটকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সুমন দেব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত