চুরির অপবাদ নিয়ে যুবকের আত্মহত্যা, সৎ মাসহ গ্রেপ্তার ৩

ধামরাই প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২২, ২২: ৪৫

ঢাকার ধামরাইয়ে সৎ ছেলে মো. সাগর (২২) নামের এক যুবককে আত্মহত্যায় প্ররোচনার দায়ে সৎমাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা-পুলিশ। গতকাল সোমবার সকালের দিকে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর এলাকার একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় নিহতের ছোট বোন তাসলিমা খাতুন গ্রেপ্তারকৃতদের নাম উল্লেখ করে আরও দু-তিনজনকে আসামি করে ধামরাই থানায় একটি মামলা করেন। পরে ওই রাতেই তিনজনকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরের দিকে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন-নিহত সাগরের সৎমা ফাহিমা (৪০), ফুপু হাজেরা বেগম (৪৮) ও চাচা ইসমাইল হোসেন (৪৪)। তাঁরা সবাই মানিকগঞ্জ জেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

নিহত সাগর মানিকগঞ্জের ধল্লা ইউনিয়নের খাসেরচর এলাকার তাছের আলীর ছেলে। লেবানন থেকে প্রায় ৮ মাস ধরে দেশে এসেছিলেন তিনি। দেশে এসে তাঁর বাবার সঙ্গে কৃষি কাজে সাহায্য করতেন।

পুলিশ জানায়, গত ২৭ মার্চ তার দাদির একটি স্বর্ণের চেইন চুরি হয়। এ ঘটনায় সাগরকে চোরের অপবাদ দেন গ্রেপ্তারকৃত তাঁর সৎ মা, ফুপু ও চাচা। পরে কবিরাজ ডেকে কবিরাজের চালপড়া খাওয়ানোর চেষ্টাসহ নানাভাবে অপমান করেন। এসব সহ্য করতে না পেরে সাগর আত্মহত্যার পথ বেছে নেন। 

পরে খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের ছোট বোন তাসলিমা খাতুন তাঁর সৎ মা ফাহিমাসহ ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে গতকাল রাতে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং আজ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত