ঢামেক প্রতিবেদক
রাজধানীর সবুজবাগে বেগুনবাড়ি এলাকায় বিধান মণ্ডল (১৯) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বেগুনবাড়ি গ্রীন মডেল টাউনের ১২ নম্বর রোডের একটি ফাঁকা জায়গা থেকে রিকশা চালকের মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে সবুজবাগ বেগুনবাড়ি গ্রিন মডেল টাউনের ব্লক-ই, রোড নম্বর ১২ এর একটি খালি প্লট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। এ ছাড়া মাথার পেছনে থেঁতলানো আঘাত, থুতনির বাম পাশে আঁচড়ের দাগ দেখা যায়।’
এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-রিকশা চালককে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। আর মরদেহটি গ্রিন মডেল টাউনের ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত এবং ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
নিহত বিধান মণ্ডলের খালাতো ভাই সুজন মণ্ডল বলেন, পরিবারের সঙ্গে ডেমরা কায়েতপাড়া ৭০ নম্বর ওয়ার্ডে থাকতেন বিধান মণ্ডল। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বিধানের বাবা মহাদেব মণ্ডল ফার্নিচারের ব্যবসা করেন। দুই মাস আগেই বিধানকে তার বাবা অটোরিকশাটি কিনে দিয়েছিলেন।
তিনি আরও বলেন, রোববার সন্ধ্যায় খাওয়া-দাওয়া করে তিনি অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। এরপর রাতে বাসায় না ফেরার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে রাতে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে একটি মরদেহ উদ্ধারের খবর জানতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে বিধানের মরদেহ শনাক্ত করা হয়। অটোরিকশা ছিনতাইয়ের জন্যই বিধানকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।
রাজধানীর সবুজবাগে বেগুনবাড়ি এলাকায় বিধান মণ্ডল (১৯) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বেগুনবাড়ি গ্রীন মডেল টাউনের ১২ নম্বর রোডের একটি ফাঁকা জায়গা থেকে রিকশা চালকের মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাত সোয়া ১২টার দিকে সবুজবাগ বেগুনবাড়ি গ্রিন মডেল টাউনের ব্লক-ই, রোড নম্বর ১২ এর একটি খালি প্লট থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল। এ ছাড়া মাথার পেছনে থেঁতলানো আঘাত, থুতনির বাম পাশে আঁচড়ের দাগ দেখা যায়।’
এসআই আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-রিকশা চালককে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। আর মরদেহটি গ্রিন মডেল টাউনের ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত এবং ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
নিহত বিধান মণ্ডলের খালাতো ভাই সুজন মণ্ডল বলেন, পরিবারের সঙ্গে ডেমরা কায়েতপাড়া ৭০ নম্বর ওয়ার্ডে থাকতেন বিধান মণ্ডল। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বিধানের বাবা মহাদেব মণ্ডল ফার্নিচারের ব্যবসা করেন। দুই মাস আগেই বিধানকে তার বাবা অটোরিকশাটি কিনে দিয়েছিলেন।
তিনি আরও বলেন, রোববার সন্ধ্যায় খাওয়া-দাওয়া করে তিনি অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। এরপর রাতে বাসায় না ফেরার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে রাতে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি করতে গেলে একটি মরদেহ উদ্ধারের খবর জানতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে বিধানের মরদেহ শনাক্ত করা হয়। অটোরিকশা ছিনতাইয়ের জন্যই বিধানকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।
রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাশুরে মাদক উদ্ধার অভিযান চালানোর সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোর (উত্তর) দুই কর্মকর্তা হামলার শিকার হয়েছেন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের অভিযোগে সাবেক স্ত্রী মাধবী আক্তার নীলা বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলাটি করেন।
২০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠ। বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ক্রিকেট ফেস্টের ফাইনাল ম্যাচ। গতকাল রোববার দুপুর দুইটায় ফাইনালে মুখোমুখি হয় ম্যানডামাস একাদশ ও হেবিয়াস কর্পাস একাদশ। প্রথম ইনিংসের অর্ধেক পেরিয়ে গেছে। মাঠে তখন ব্যাট করছিলেন ম্যানডামাসের দলীয় অধিনায়ক মেহেদী হাসান
৪২ মিনিট আগেঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে গুলি করে সাহিদা আক্তার (২৪) হত্যার ঘটনায় তার বন্ধু তৌহিদ শেখ তন্ময়কে (২৮) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বরিশালের ভোলা থেকে তাকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক...
১ ঘণ্টা আগে