জবি প্রতিনিধি
পাঁচ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘ইউজিসির পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যুক্ত করা ও ঠিকাদারের বিষয়সহ যেসব দাবি রয়েছে, সব আমরা পূরণ করব।
তিন দিনের মধ্যে হয়তো হল করে দিতে পারব না, কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব হস্তান্তর করতে পারব।’
আজ সোমবার পাঁচ দফা দাবি নিয়ে সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম ও উপদেষ্টা নাহিদ ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
তখন নাহিদ ইসলাম আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইবোনেরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তাঁরা শহীদও হয়েছেন। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির জন্য রাজপথে নামতে হচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। আমি জানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কী রকম দুর্দশা। কারণ, আমার পরিবারের একজন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। জবির দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে ইতিমধ্যে একনেকে আলোচনা হয়েছে।’
প্রফেসর আমিনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আজকেই দায়িত্ব পেয়েছি। তোমাদের যে দাবিগুলো, সেগুলো আমি দেখব এবং বিবেচনা করব। তোমাদের উপাচার্যের সঙ্গে আমি কথা বলব।’
পাঁচ দফা দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে এসে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘ইউজিসির পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে যুক্ত করা ও ঠিকাদারের বিষয়সহ যেসব দাবি রয়েছে, সব আমরা পূরণ করব।
তিন দিনের মধ্যে হয়তো হল করে দিতে পারব না, কিন্তু সেনাবাহিনীকে দায়িত্ব হস্তান্তর করতে পারব।’
আজ সোমবার পাঁচ দফা দাবি নিয়ে সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করে আন্দোলন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম ও উপদেষ্টা নাহিদ ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
তখন নাহিদ ইসলাম আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইবোনেরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন, তাঁরা শহীদও হয়েছেন। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির জন্য রাজপথে নামতে হচ্ছে, এটা আমাদের ব্যর্থতা। আমি জানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কী রকম দুর্দশা। কারণ, আমার পরিবারের একজন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। জবির দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে ইতিমধ্যে একনেকে আলোচনা হয়েছে।’
প্রফেসর আমিনুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আজকেই দায়িত্ব পেয়েছি। তোমাদের যে দাবিগুলো, সেগুলো আমি দেখব এবং বিবেচনা করব। তোমাদের উপাচার্যের সঙ্গে আমি কথা বলব।’
রাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৮ মিনিট আগেচাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব এলাকার সাহেলা বেগম নিজের ও তাঁর সন্তানের চিকিৎসার জন্য এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় ফেরত যেতে বাধ্য হন তিনি। অন্যদিকে চরমথুরার শ্বাসকষ্টের রোগী আবুল কালাম সকাল ১০টায় এসে লাইনে দাঁড়িয়ে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে
২২ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার বিপক্ষে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দৈনিক মজুরিভিত্তিক ১৫৯ কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া একই কারণে সিটি করপোরেশনের স্থায়ী দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৮ মিনিট আগেরাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
২ ঘণ্টা আগে