নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভবন নির্মাণে বিভিন্ন ধরনের অনুমোদন ও তদারকির জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে একটি সংস্থা বা কর্তৃপক্ষ করার চিন্তা-ভাবনা করছে সরকার। আজ রোববার সচিবালয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।
বেইলি রোডের পুড়ে যাওয়া ভবন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা রেস্টুরেন্টের জন্য তৈরি করা হয়নি। কিন্তু এটা (রেস্টুরেন্ট) কে করল, নিশ্চয়ই কারও গাফিলতি আছে। গাফিলতি যার আছে তাকে আইনের মুখোমুখি হতে হবে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘এ ধরনের অনিয়ম যারা করে তাঁদের বিষয়ে একটি সংস্থাকে পুরোপুরি দায়িত্ব দেওয়া যায় কি না সেটা নিয়ে আলাপ-আলোচনা করে একটা ব্যবস্থা নেব। শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে বসে কীভাবে ভবিষ্যতে একটি প্রোগ্রাম নেওয়া যায় সে বিষয়ে মিটিং করব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটা অথোরিটি চাচ্ছি। হয় ফায়ার সার্ভিস, না হয় রাজউক, না হয় পুলিশের কেউ একজন অথোরিটি থাকবে। এ অথোরিটি পুরো দায়িত্ব নেবে। সবাই মিলে একটা অথোরিটি হবে, সেখানে ফায়ার সার্ভিস থাকবে, মেয়র সাহেবের প্রতিনিধি থাকবে। সবাইকে নিয়ে একটা অথোরিটি করার চিন্তা করছি। তবে সেটা এখনো চূড়ান্ত হয়নি।’
বেইলি রোডে ভবনে আগুনের পর অভিযানের নামে কর্মচারীদের গ্রেপ্তার করা হচ্ছে, মালিকেরা হচ্ছেন না—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাস্তার পাশের বাড়িগুলোতে রেস্টুরেন্টের অনুমোদন ছিল না। বাড়িটা অফিসের জন্য বানানো হয়েছে। তারপরও সেখানে রেস্টুরেন্ট ভাড়া নেওয়া হয়েছে। গ্যাসের সিলিন্ডার রেখে ফায়ার এক্সিট সিঁড়ি ওঠানামার অনুপযুক্ত করে ফেলেছিল।’
আগুনের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। কয়েকজন এখনো মুমূর্ষু অবস্থায় আছেন। এই মৃত্যুর জন্য দায়-দায়িত্ব কার? এ বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘প্রশ্নটা সবারই আছে। যার যার দায়িত্বটা পরীক্ষা করার জন্যই এগুলো করা হচ্ছে। সরকারিভাবে একটি টিম করে দেওয়া হয়েছে। কেন অগ্নিকাণ্ড হলো, ঘটনা কী, সেটার অনুসন্ধান হচ্ছে। সেই অনুযায়ী ব্যবস্থা তো হবেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রাজউকের তদারকির অভাব তারা (রাজউক) দেখছে। হোটেল-রেস্টুরেন্টগুলোর কোনো গাফিলতি ছিল কি না, সবাই এখন দেখছেন। অভিযানগুলোতে পুলিশকে অনুরোধ করছে, তাই পুলিশ যাচ্ছে। পুলিশ স্বপ্রণোদিত হয়ে কোনো জায়গায় গিয়েছে বলে জানা নেই।’
বেইলি রোডের ঘটনার পর পরই ভবন মালিক নাকি পালিয়ে গেছেন শোনা যাচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো তো তদন্ত হচ্ছে। যার গাফিলতি আছে, আইনের মুখোমুখি হতে হবে। বিদেশে গেলে কি আমরা বিদেশ থেকে আনতে পারব না? আমরা আনব, যখন আসবে তখন তার বিচার হবে।’
বাজার তদারকির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানোর অপচেষ্টা করে তাঁর আইনের আওতায় আনা হবে।’
ভবন নির্মাণে বিভিন্ন ধরনের অনুমোদন ও তদারকির জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে একটি সংস্থা বা কর্তৃপক্ষ করার চিন্তা-ভাবনা করছে সরকার। আজ রোববার সচিবালয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।
বেইলি রোডের পুড়ে যাওয়া ভবন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা রেস্টুরেন্টের জন্য তৈরি করা হয়নি। কিন্তু এটা (রেস্টুরেন্ট) কে করল, নিশ্চয়ই কারও গাফিলতি আছে। গাফিলতি যার আছে তাকে আইনের মুখোমুখি হতে হবে।’
আসাদুজ্জামান খান বলেন, ‘এ ধরনের অনিয়ম যারা করে তাঁদের বিষয়ে একটি সংস্থাকে পুরোপুরি দায়িত্ব দেওয়া যায় কি না সেটা নিয়ে আলাপ-আলোচনা করে একটা ব্যবস্থা নেব। শিগগির প্রধানমন্ত্রীর সঙ্গে বসে কীভাবে ভবিষ্যতে একটি প্রোগ্রাম নেওয়া যায় সে বিষয়ে মিটিং করব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একটা অথোরিটি চাচ্ছি। হয় ফায়ার সার্ভিস, না হয় রাজউক, না হয় পুলিশের কেউ একজন অথোরিটি থাকবে। এ অথোরিটি পুরো দায়িত্ব নেবে। সবাই মিলে একটা অথোরিটি হবে, সেখানে ফায়ার সার্ভিস থাকবে, মেয়র সাহেবের প্রতিনিধি থাকবে। সবাইকে নিয়ে একটা অথোরিটি করার চিন্তা করছি। তবে সেটা এখনো চূড়ান্ত হয়নি।’
বেইলি রোডে ভবনে আগুনের পর অভিযানের নামে কর্মচারীদের গ্রেপ্তার করা হচ্ছে, মালিকেরা হচ্ছেন না—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাস্তার পাশের বাড়িগুলোতে রেস্টুরেন্টের অনুমোদন ছিল না। বাড়িটা অফিসের জন্য বানানো হয়েছে। তারপরও সেখানে রেস্টুরেন্ট ভাড়া নেওয়া হয়েছে। গ্যাসের সিলিন্ডার রেখে ফায়ার এক্সিট সিঁড়ি ওঠানামার অনুপযুক্ত করে ফেলেছিল।’
আগুনের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। কয়েকজন এখনো মুমূর্ষু অবস্থায় আছেন। এই মৃত্যুর জন্য দায়-দায়িত্ব কার? এ বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বলেন, ‘প্রশ্নটা সবারই আছে। যার যার দায়িত্বটা পরীক্ষা করার জন্যই এগুলো করা হচ্ছে। সরকারিভাবে একটি টিম করে দেওয়া হয়েছে। কেন অগ্নিকাণ্ড হলো, ঘটনা কী, সেটার অনুসন্ধান হচ্ছে। সেই অনুযায়ী ব্যবস্থা তো হবেই।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘রাজউকের তদারকির অভাব তারা (রাজউক) দেখছে। হোটেল-রেস্টুরেন্টগুলোর কোনো গাফিলতি ছিল কি না, সবাই এখন দেখছেন। অভিযানগুলোতে পুলিশকে অনুরোধ করছে, তাই পুলিশ যাচ্ছে। পুলিশ স্বপ্রণোদিত হয়ে কোনো জায়গায় গিয়েছে বলে জানা নেই।’
বেইলি রোডের ঘটনার পর পরই ভবন মালিক নাকি পালিয়ে গেছেন শোনা যাচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো তো তদন্ত হচ্ছে। যার গাফিলতি আছে, আইনের মুখোমুখি হতে হবে। বিদেশে গেলে কি আমরা বিদেশ থেকে আনতে পারব না? আমরা আনব, যখন আসবে তখন তার বিচার হবে।’
বাজার তদারকির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানোর অপচেষ্টা করে তাঁর আইনের আওতায় আনা হবে।’
নুর নবী সরকার কালাইয়ের কিডনি বেচাকেনার দালাল চক্রের সদস্য। এ অপরাধে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কিডনি, অস্ত্র ও মানবপাচারসহ একাধিক মামলা চলমান।
১৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
২ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
২ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
৩ ঘণ্টা আগে