সময়োচিত পদক্ষেপে ঘুরে দাঁড়িয়েছে অ্যাভিয়েশন খাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

করোনা সংক্রমণের কারণে বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশের অ্যাভিয়েশন খাত স্থবির হয়ে পড়েছিল। তবে সকারের সময়োচিত পদক্ষেপে অ্যাভিয়েশন খাত পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে করোনা প্রতিরোধ, টিকা প্রদান কর্মসূচি সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

আজ বুধবার ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইসিআইও) স্বাস্থ্য বিষয়ক আঞ্চলিক জোট-এর ১৫তম সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এসব কথা বলেন। বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

জোটের বিদায়ী সভাপতি হিসেবে সভার শুরুতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ভার্চুয়ালী অংশগ্রহণ করে স্বাগত বক্তব্য প্রদান করেন। ২০১৯ সালে ঢাকায় অনুষ্ঠিত সভায় বেবিচক চেয়ারম্যান আইসিআইও এর স্বাস্থ্য বিষয়ক আঞ্চলিক জোটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সভাপতি নির্বাচিত হন। ১৫তম সভার নতুন সভাপতি নির্বাচিত হয়েছে ফিলিপাইন সিভিল অ্যাভিয়েশন অথোরিটি’র মহাপরিচালক ক্যাপ্টেন ম্যানুয়েল এন্টোনিও তামায়ো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত