Ajker Patrika

শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলা রাষ্ট্রবিরোধী যড়যন্ত্র: সারজিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলা রাষ্ট্রবিরোধী যড়যন্ত্র: সারজিস

সচিবালয় ঘেরাও করে কর্মকর্তা–কর্মচারীদের জিম্মি করা এবং শিক্ষার্থীদের ওপর আনসার সদস্যদের হামলাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলে মনে করছেন সারজিস আলম। 

রোববার (২৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলা রাষ্ট্রবিরোধী যড়যন্ত্র। আনসার সদস্যরা একদিকে দাবি আদায়ের কথা বলে অন্যদিকে সচিবালয়ে কর্মকর্তাকে জিম্মি করে সিদ্ধান্ত নিতে দেয় না। তারা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। অর্ধ শতাধিক শিক্ষার্থীর ওপর হামলা করে আহত করে।’ 

তিনি বলেন, ‘আমরা ছাত্রসমাজ আহত শিক্ষার্থীদের প্রতি ফোঁটা রক্তের বদলা নিব।’ 

চাকরি জাতীয়করণের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন বিক্ষোভ করে যাচ্ছেন আনসার সদস্যরা। রোববার দুপুরে দাবি মেনে নেওয়ার আশ্বাসে তাঁরা আন্দোলন স্থগিত করেন। কিন্তু এরপরও আনসার সদস্যরা সচিবালয়ে উপদেষ্টা, কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে অবরুদ্ধ করে রাখেন। 

এই খবরে রাত ৯টার দিকে একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাঠিসোঁটা নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করেন। সচিবালয়ের সামনে তাঁদের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন। আহতদের বেশির ভাগই শিক্ষার্থী। এ ছাড়া আনসার সদস্য ও সাংবাদিকও এতে আহত হন। আহতদের মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত