আল-আমিন রাজু, ঢাকা
বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আহত সাত মাস বয়সী হোসাইনকে বাসায় নেওয়া হয়েছে। বৃষ্টি নামের এক হিজড়া শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে আজ শুক্রবার তার নানির কাছে দিয়ে এসেছেন। বৃষ্টি ও চম্পা নামে দুই হিজড়া গতকাল শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়। সন্ধ্যার পর বৃষ্টি আরও বাড়ে। বৃষ্টির মধ্যেই স্বামী-সন্তানদের নিয়ে মিরপুর-২ নম্বর হাজি রোডে ঝিলপাড় বস্তিতে মায়ের কাছে বেড়াতে আসেন মুক্তা আক্তার। রাতে বৃষ্টি কিছুটা কমে এলে মুক্তা তাঁর স্বামী, সন্তানসহ নিজের বাসার উদ্দেশে রওনা হন। পথে বৃষ্টির পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান মুক্তা, তাঁর স্বামী মিজানুর রহমান ও মেয়ে লিমা। এ সময় মুক্তার কোলে থাকা শিশু হোসাইন পানিতে পড়ে গিয়ে আহত হয়। এ সময় মুক্তা ও তাঁর স্বামী-সন্তানদের বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে অনিক (২০) নামের এক তরুণের।
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে আজ শুক্রবার দুপুরে গিয়ে পাওয়া যায় ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত মিজানুর রহমান ও মুক্তা আক্তার মিরপুরের বাসিন্দা। মুক্তা তাঁর মায়ের সঙ্গে দেখা করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আন্ডারচর এলাকার মো. লিটনের মেয়ে। তাঁর স্বামী মিজানুর রহমান ঝালকাঠি সদর উপজেলার আগলপাশা গ্রামের নাসির হাওলাদারের ছেলে। মিজান ও মুক্তার দ্বিতীয় সংসার এটি। দুই বছর আগে হাজিপাড়া বস্তি এলাকায় তাঁদের বিয়ে হয়। মিজান চিড়িয়াখানার সামনে শরবত বিক্রি করতেন। নিহত লিমা (৭) মুক্তার প্রথম সংসারের সন্তান।
আহত শিশু হোসাইনকে হাসপাতালে নিয়ে আসা বৃষ্টি বলেন, ‘আমার বাসা ঘটনাস্থলের পাশেই। হঠাৎ আহাজারি শুনে বের হয়ে দেখি পানিতে লাশ ভাসছে। এই সময়ে একটা ট্রাক যাওয়ার ঢেউয়ে শিশুটি রাস্তার পাশে চলে আসে। তখন কেউ একজন শিশুটিকে টান দিয়ে তুলে নেয়। পানি থেকে তুলে শিশুটিকে রুমে নিয়ে একটু পরিষ্কার করা হয়। পরে আমি নিজেই হাসপাতালে নিয়ে যাই। শিশু হাসপাতালেও এনেছিলাম। কিন্তু তারা রাখেনি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে ডাক্তাররা চিকিৎসা দিয়েছে। এখন ছেলেটা ভালো আছে। তাকে হাসপাতাল থেকে বাসায় দিয়ে এসেছি।’
বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আহত সাত মাস বয়সী হোসাইনকে বাসায় নেওয়া হয়েছে। বৃষ্টি নামের এক হিজড়া শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে আজ শুক্রবার তার নানির কাছে দিয়ে এসেছেন। বৃষ্টি ও চম্পা নামে দুই হিজড়া গতকাল শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়। সন্ধ্যার পর বৃষ্টি আরও বাড়ে। বৃষ্টির মধ্যেই স্বামী-সন্তানদের নিয়ে মিরপুর-২ নম্বর হাজি রোডে ঝিলপাড় বস্তিতে মায়ের কাছে বেড়াতে আসেন মুক্তা আক্তার। রাতে বৃষ্টি কিছুটা কমে এলে মুক্তা তাঁর স্বামী, সন্তানসহ নিজের বাসার উদ্দেশে রওনা হন। পথে বৃষ্টির পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান মুক্তা, তাঁর স্বামী মিজানুর রহমান ও মেয়ে লিমা। এ সময় মুক্তার কোলে থাকা শিশু হোসাইন পানিতে পড়ে গিয়ে আহত হয়। এ সময় মুক্তা ও তাঁর স্বামী-সন্তানদের বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে অনিক (২০) নামের এক তরুণের।
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে আজ শুক্রবার দুপুরে গিয়ে পাওয়া যায় ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত মিজানুর রহমান ও মুক্তা আক্তার মিরপুরের বাসিন্দা। মুক্তা তাঁর মায়ের সঙ্গে দেখা করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আন্ডারচর এলাকার মো. লিটনের মেয়ে। তাঁর স্বামী মিজানুর রহমান ঝালকাঠি সদর উপজেলার আগলপাশা গ্রামের নাসির হাওলাদারের ছেলে। মিজান ও মুক্তার দ্বিতীয় সংসার এটি। দুই বছর আগে হাজিপাড়া বস্তি এলাকায় তাঁদের বিয়ে হয়। মিজান চিড়িয়াখানার সামনে শরবত বিক্রি করতেন। নিহত লিমা (৭) মুক্তার প্রথম সংসারের সন্তান।
আহত শিশু হোসাইনকে হাসপাতালে নিয়ে আসা বৃষ্টি বলেন, ‘আমার বাসা ঘটনাস্থলের পাশেই। হঠাৎ আহাজারি শুনে বের হয়ে দেখি পানিতে লাশ ভাসছে। এই সময়ে একটা ট্রাক যাওয়ার ঢেউয়ে শিশুটি রাস্তার পাশে চলে আসে। তখন কেউ একজন শিশুটিকে টান দিয়ে তুলে নেয়। পানি থেকে তুলে শিশুটিকে রুমে নিয়ে একটু পরিষ্কার করা হয়। পরে আমি নিজেই হাসপাতালে নিয়ে যাই। শিশু হাসপাতালেও এনেছিলাম। কিন্তু তারা রাখেনি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে ডাক্তাররা চিকিৎসা দিয়েছে। এখন ছেলেটা ভালো আছে। তাকে হাসপাতাল থেকে বাসায় দিয়ে এসেছি।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১৩ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
২২ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৪৩ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে