সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারের আশুলিয়ায় মমিনুল ইসলাম (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বসুন্ধরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মমিনুল ইসলামকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখানেই রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মমিনুল ইসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত আজহার মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে চারজনই অপ্রাপ্তবয়স্ক। বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। অন্য দুজন হলেন আশিকুল ইসলাম ওরফে আসিফ (২২) ও ইব্রাহীম (৩৮)। হামলার এক ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। কিশোর গ্যাংটির দলনেতা রুবেল মুন্সী (৩০)।
এ ঘটনায় নিহত মমিনুলের পরিবার আশুলিয়া থানায় মামলা করেছে। এজাহারে রুবেল মুন্সীসহ আরও ৯ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫-৬ জনকে।
মমিনুলের মা ও মামলার বাদী মা ছবেদা খাতুন বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যরা এর আগে বাসায় গিয়ে হামলা করেছিল। গতকাল রাতেও হামলা করেছে, তবে ছেলেকে বাসায় পায়নি। বাইরে গিয়ে খুঁজে পেয়ে কুপিয়ে মেরে ফেলেছে। কী কারণে এই হামলা, তা আমি জানি না। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, আসামিদের মধ্যে অধিকাংশই কিশোর। তারা এলাকায় আধিপত্য বা প্রভাব বিস্তার করতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। হামলার পর এক ঘণ্টার মধ্যেই আমরা অভিযান চালিয়ে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। তাদের দলনেতা রুবেলসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঢাকার সাভারের আশুলিয়ায় মমিনুল ইসলাম (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বসুন্ধরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মমিনুল ইসলামকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে সেখানেই রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মমিনুল ইসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের মৃত আজহার মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার দক্ষিণ বাইপাইল চারালপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। পেশায় গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী ছিলেন।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে চারজনই অপ্রাপ্তবয়স্ক। বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। অন্য দুজন হলেন আশিকুল ইসলাম ওরফে আসিফ (২২) ও ইব্রাহীম (৩৮)। হামলার এক ঘণ্টার মধ্যেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। কিশোর গ্যাংটির দলনেতা রুবেল মুন্সী (৩০)।
এ ঘটনায় নিহত মমিনুলের পরিবার আশুলিয়া থানায় মামলা করেছে। এজাহারে রুবেল মুন্সীসহ আরও ৯ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫-৬ জনকে।
মমিনুলের মা ও মামলার বাদী মা ছবেদা খাতুন বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যরা এর আগে বাসায় গিয়ে হামলা করেছিল। গতকাল রাতেও হামলা করেছে, তবে ছেলেকে বাসায় পায়নি। বাইরে গিয়ে খুঁজে পেয়ে কুপিয়ে মেরে ফেলেছে। কী কারণে এই হামলা, তা আমি জানি না। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, আসামিদের মধ্যে অধিকাংশই কিশোর। তারা এলাকায় আধিপত্য বা প্রভাব বিস্তার করতে গিয়ে এ ঘটনা ঘটিয়েছে। হামলার পর এক ঘণ্টার মধ্যেই আমরা অভিযান চালিয়ে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। তাদের দলনেতা রুবেলসহ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
লক্ষ্মীপুরে দুই গ্রুপের গোলাগুলিতে আদিবা খাতুন (৭) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যার পর সদর উপজেলার পূর্ব বশিকপুর এলাকার কাচারি বাড়ি এলাকায় স্থানীয় অহিদ উদ্দিন ও ছোট ইউসুফ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই গোলাগুলি হয়।
৮ ঘণ্টা আগেকুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন। মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার পালকি সিনেমা হল সংলগ্ন ইন্দ্রারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগেরাজশাহীর তানোরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম নেকশার আলী (৩৫)। তিনি উপজেলার রাতৈল গ্রামের বাসিন্দা।
৮ ঘণ্টা আগেবাংলাদেশে কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। আজ মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার কৃতী সন্তানদের সঙ্গে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় হান্নান এ মন্তব্য করেন।
৮ ঘণ্টা আগে