জাকসুর তফসিল ঘোষণা ১ ফেব্রুয়ারি

জাবি প্রতিনিধি 
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২৩: ২৩
Thumbnail image
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ১ ফেব্রুয়ারি নির্ধারণ করে রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন গঠন করা হবে ৩১ ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ জানুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি। নির্বাচনী আচরণ বিধি প্রণয়ন করা হবে ২৫ জানুয়ারি এবং নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে ১ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে জাকসুর কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এই ঘটনার পরে গত ৩২ বছরে কোনো জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত