Ajker Patrika

বাসে ডাকাতি ও যৌন নির্যাতন: শহিদুল আবার ৪ দিনের রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারীদের যৌন নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার শহিদুল ইসলাম ওরফে মহিদুল মুহিতের আবার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক মোসাম্মৎ রুমি খাতুন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২১ ফেব্রুয়ারি শহিদুল ইসলামসহ তিন ব্যক্তিকে ঢাকার সাভারের গেন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শহিদুলকে পাঁচ দিনের রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। ওই দিন অপর দুই ব্যক্তি মো. সবুজ ও শরিফুজ্জামান ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) উপপরিদর্শক মো. আহসানুজ্জামান জানান, প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে ডাকাত চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই মামলার অপর আসামি আলমগীর শেখের সামনে শহিদুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ ও সঙ্গে নিয়ে অভিযান চালাতে হবে। তাই দ্বিতীয় দফায় রিমান্ড চাওয়া হয়।

এদিকে ২৫ ফেব্রুয়ারি ভোররাতে এ ঘটনার মূল হোতা আলমগীর শেখ ও তাঁর সহযোগী সহোদর রাজিব শেখকে গ্রেপ্তার করা হয়। এদিন তাঁদের টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মোসাম্মৎ রুমি খাতুন আসামি আলমগীরের ছয় দিন ও রাজিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডাকাতির এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত