ঢাবিতে ভর্তি-ইচ্ছুকদের ফুল দিতে এসে ছাত্রলীগের মার খেল ছাত্রদল 

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৩, ১৪: ০৫
আপডেট : ০৬ মে ২০২৩, ১৭: ২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম `কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ —ইউনিটের ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া শেষে ছাত্রলীগের মারধরের শিকার হন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে কার্জন হল এলাকায় এ ঘটনা ঘটে। 

ছাত্রলীগের হাতে মার খাওয়া আহত ছাত্রদলের নেতা-কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান নিশান, শহীদ সার্জেন্ট জহুরুল হল শাখার কর্মী সাব্বির। এ ছাড়া এক ছাত্রদল কর্মীকে আটকে রাখার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।

এদিকে ভর্তি পরীক্ষা শুরুর আগে থেকে ছাত্রদলকে প্রতিহত করতে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের মোটরসাইকেল নিয়ে শোডাউন করতেও দেখা যায়। 

ঢাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া শেষে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হন। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন। আহতদের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। হামলার আগে কার্জন হল এলাকায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে বাইক শোডাউন দিতেও দেখা যায়।’

মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ শিক্ষার্থীদের সহায়তা করার কাজে ব্যস্ত রয়েছে, ছাত্রদলকে মারধর করার প্রশ্নই আসে না। তবে আমরা শুনেছি, ছাত্রদলের দুটি গ্রুপ রয়েছে, তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তারা মারধরে লিপ্ত হয়েছে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে তাদের আহ্বান জানাব, ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থীদের ভীতিকর পরিস্থিতি যেন তৈরি না করে। এতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে ভয় তৈরি হবে।’

ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এহেন ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই। অন্যথায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথেই ছাত্রলীগের সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত