গনেশ দাস, বগুড়া
সকালে বাড়িতে কবুতর জবাই করে মা জমেলা বেগমকে রান্না করতে বলে ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিতে যান রিকশাচালক কমর উদ্দিন (৪২)। দুপুরে বাড়িতে ফিরে ভাত খাওয়ার কথা। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও বাড়িতে আসেনি কমর উদ্দিন। রান্না করা কবুতরের মাংস আর ভাত পরিবারের সবাই খেলেও মা জমেলা বেগম ভাত নিয়ে ছেলের অপেক্ষায় বসে থাকেন। একপর্যায়ে ফোন বন্ধ পেয়ে চিন্তায় পড়ে যান পরিবারের সবাই।
রাত সাড়ে ৮ টার দিকে গ্রামের একজন খবর দেন গুলিতে নিহত হয়েছেন কমর উদ্দিন। তাঁর লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
কমর উদ্দিন বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের চক আকাশ তারা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। গত ৪ আগস্ট (রোববার) দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি।
আজ সোমবার কমর উদ্দিনের বাড়িতে গেলে তাঁর মা জমেলা বেগম ছেলের ছবি আর রিকশা ধরে আহাজারি করে এভাবেই বর্ণনা করেন।
জমেলা বেগম বলেন, ছোট ছেলে কমর উদ্দিন রিকশা চালিয়ে সংসার চালাত। বাড়ির সাড়ে তিন শতাংশ জমি ছাড়া আর কোনো সম্পদ নেই। সাত মাসের গর্ভবতী স্ত্রী, মা, দুই ছেলে তৌহিদ (৬) এবং আব্দুল্লাহকে (২) নিয়ে কমর উদ্দিনের সংসার। মা জমেলা বেগম হোটেলে কাজ করলেও বয়সের কারণে এখন আর করতে পারেন না। রিকশা চালিয়েই ৫ জনের সংসার চালাতেন কমর উদ্দিন।
জমেলা বেগম বলেন, ৪ আগস্ট সকাল ১০ টার দিকে মাথায় লাল কাপড় বেঁধে লাঠি হাতে ছাত্রদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন কমর উদ্দিন। দুপুরে বাড়ি ফিরে কবুতরের মাংস দিয়ে ভাত খাওয়ার কথা ছিল। আগের দিন শনিবারও সকালে আন্দোলনে গিয়ে দুপুর বাড়ি ফেরে কমর উদ্দিন। ভাত খেয়ে আবারও আন্দোলনে যোগ দিতে যায়। রোববার সকালে আন্দোলনে গিয়ে ফেরেন লাশ হয়ে।
কমর উদ্দিনের বড় ভাইয়ের ছেলে জহুরুল ইসলাম জীবন বলেন, প্রতিবেশী আসাদুল তাদেরকে জানায় দুপুর আড়াইটার দিকে কমর উদ্দিনকে ফতেহ আলী মোড় থেকে পুলিশ প্লাজা পর্যন্ত নবাববাড়ি সড়কে দেখা গেছে। পরে গুলিবিদ্ধ হলে লোকজন তাকে প্রথমে ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করে দেয়। পরে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার পর তিনি মারা যান। কমর উদ্দিনের দেহে শটগানের ছড়রা গুলির অসংখ্য চিহ্ন দেখা গেছে।
কমর উদ্দিনের মা বলেন, হাসপাতাল থেকে পরদিন সোমবার সকালে লাশ নিয়ে আসা হয়। জানাজা শেষে গ্রামেই দাফন করা হয়।
কমর উদ্দিন মারা যাওয়ার খবর পেয়ে বিএনপির সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু তাঁর বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং নগদ ১০ হাজার টাকা সহযোগিতা করেন। এ ছাড়া ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী ৫ হাজার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫ হাজার টাকা এবং স্থানীয় বিএনপি কর্মী মিষ্টার হোসেন একটি ছাগল দিয়ে সহযোগিতা করেছেন বলে জানান জমেলা বেগম।
তিনি বলেন, ‘মানুষের দেওয়া টাকায় আর কত দিন চলবে? ছেলের বউ সাত মাসের গর্ভবতী, রক্ত শূন্যতায় ভুগছে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জরুরিভাবে শরীরে রক্ত দিতে বলেছেন। আরও দুইটি শিশু সন্তান রয়েছে। তাদের মুখে ভাত তুলে দিব কীভাবে? বয়সের কারণে এখন আর হোটেলে কাজ করতে পারিনি। গর্ভবতী ছেলের বউ দুই নাতিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ছেলে হারা জমেলা বেগম।’
সকালে বাড়িতে কবুতর জবাই করে মা জমেলা বেগমকে রান্না করতে বলে ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিতে যান রিকশাচালক কমর উদ্দিন (৪২)। দুপুরে বাড়িতে ফিরে ভাত খাওয়ার কথা। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হলেও বাড়িতে আসেনি কমর উদ্দিন। রান্না করা কবুতরের মাংস আর ভাত পরিবারের সবাই খেলেও মা জমেলা বেগম ভাত নিয়ে ছেলের অপেক্ষায় বসে থাকেন। একপর্যায়ে ফোন বন্ধ পেয়ে চিন্তায় পড়ে যান পরিবারের সবাই।
রাত সাড়ে ৮ টার দিকে গ্রামের একজন খবর দেন গুলিতে নিহত হয়েছেন কমর উদ্দিন। তাঁর লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
কমর উদ্দিন বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের চক আকাশ তারা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে। গত ৪ আগস্ট (রোববার) দুপুরে বগুড়া শহরের নবাববাড়ি সড়কে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি।
আজ সোমবার কমর উদ্দিনের বাড়িতে গেলে তাঁর মা জমেলা বেগম ছেলের ছবি আর রিকশা ধরে আহাজারি করে এভাবেই বর্ণনা করেন।
জমেলা বেগম বলেন, ছোট ছেলে কমর উদ্দিন রিকশা চালিয়ে সংসার চালাত। বাড়ির সাড়ে তিন শতাংশ জমি ছাড়া আর কোনো সম্পদ নেই। সাত মাসের গর্ভবতী স্ত্রী, মা, দুই ছেলে তৌহিদ (৬) এবং আব্দুল্লাহকে (২) নিয়ে কমর উদ্দিনের সংসার। মা জমেলা বেগম হোটেলে কাজ করলেও বয়সের কারণে এখন আর করতে পারেন না। রিকশা চালিয়েই ৫ জনের সংসার চালাতেন কমর উদ্দিন।
জমেলা বেগম বলেন, ৪ আগস্ট সকাল ১০ টার দিকে মাথায় লাল কাপড় বেঁধে লাঠি হাতে ছাত্রদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন কমর উদ্দিন। দুপুরে বাড়ি ফিরে কবুতরের মাংস দিয়ে ভাত খাওয়ার কথা ছিল। আগের দিন শনিবারও সকালে আন্দোলনে গিয়ে দুপুর বাড়ি ফেরে কমর উদ্দিন। ভাত খেয়ে আবারও আন্দোলনে যোগ দিতে যায়। রোববার সকালে আন্দোলনে গিয়ে ফেরেন লাশ হয়ে।
কমর উদ্দিনের বড় ভাইয়ের ছেলে জহুরুল ইসলাম জীবন বলেন, প্রতিবেশী আসাদুল তাদেরকে জানায় দুপুর আড়াইটার দিকে কমর উদ্দিনকে ফতেহ আলী মোড় থেকে পুলিশ প্লাজা পর্যন্ত নবাববাড়ি সড়কে দেখা গেছে। পরে গুলিবিদ্ধ হলে লোকজন তাকে প্রথমে ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করে দেয়। পরে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যার পর তিনি মারা যান। কমর উদ্দিনের দেহে শটগানের ছড়রা গুলির অসংখ্য চিহ্ন দেখা গেছে।
কমর উদ্দিনের মা বলেন, হাসপাতাল থেকে পরদিন সোমবার সকালে লাশ নিয়ে আসা হয়। জানাজা শেষে গ্রামেই দাফন করা হয়।
কমর উদ্দিন মারা যাওয়ার খবর পেয়ে বিএনপির সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু তাঁর বাড়িতে গিয়ে সমবেদনা জানান এবং নগদ ১০ হাজার টাকা সহযোগিতা করেন। এ ছাড়া ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী ৫ হাজার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫ হাজার টাকা এবং স্থানীয় বিএনপি কর্মী মিষ্টার হোসেন একটি ছাগল দিয়ে সহযোগিতা করেছেন বলে জানান জমেলা বেগম।
তিনি বলেন, ‘মানুষের দেওয়া টাকায় আর কত দিন চলবে? ছেলের বউ সাত মাসের গর্ভবতী, রক্ত শূন্যতায় ভুগছে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জরুরিভাবে শরীরে রক্ত দিতে বলেছেন। আরও দুইটি শিশু সন্তান রয়েছে। তাদের মুখে ভাত তুলে দিব কীভাবে? বয়সের কারণে এখন আর হোটেলে কাজ করতে পারিনি। গর্ভবতী ছেলের বউ দুই নাতিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ছেলে হারা জমেলা বেগম।’
আজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১২ মিনিট আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
২ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
২ ঘণ্টা আগেডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৯ ঘণ্টা আগে