Ajker Patrika

নাঈম হত্যার বিচারের দাবিতে নগর ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ৩৬
নাঈম হত্যার বিচারের দাবিতে নগর ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

নাঈম হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজপথে অবস্থান নিয়েছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। মতিঝিল মডেলের শিক্ষার্থীরাও আন্দোলনে একাত্মতা জানিয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে। নগর ভবনের সামনের রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করছে। 

শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগর ভবনের দিকে আসছে এমন খবর শুনে আগে থেকেই নগর ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে ভেতরে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা। 

এর আগে সকাল ১০টা থেকে নাঈমের সহপাঠীরা নটর ডেম কলেজের সামনে জড়ো হতে শুরু করে। পরে তারা বেলা ১১টার দিকে গুলিস্তানের যে স্থানে নাঈম নিহত হয়েছিল, সেখানে অবস্থান নেয়। 

প্রসঙ্গত, গতকাল বুধবার রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের বর্জ্য বহনকারী গাড়ির চাপায় নিহত হয় নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাঈম হাসান (১৭)। 

উল্লেখ্য, নিহত নাঈমের বাবার নাম শাহ আলম দেওয়ান, মায়ের নাম জান্নাতুল ফেরদৌস। তাদের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পূর্ব কাজীরখিল দেওয়ানবাড়ী গ্রামে। নাঈম হাসানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএসসিসি। এই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত