নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন ঢাকা কমার্স কলেজের এক শিক্ষার্থীর হাতে একই কলেজের আরেক শিক্ষার্থী খুন হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় কমার্স কলেজের পাশেই লাল বিল্ডিং এলাকায় ঘটনাটি ঘটে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম জুবায়ের হাসান রাফিত (১৮)। তিনি কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সহপাঠীকে হত্যার অভিযোগ ওঠা শিক্ষার্থীর নাম রাজিন চৌধুরী। তাঁরা একই এলাকার বাসিন্দা।
নিহত জুবায়েরের গ্রামের বাড়ির নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তাঁর বাবার নাম আবুল বাশার। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ঢাকায় মামার বাসায় থেকে পড়াশোনা করতেন। মিরপুর কমার্স কলেজের বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি।
ওসি মো. তারিকুজ্জামান বলেন, কমার্স কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর দ্বন্দ্বের জেরে এই হত্যা ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই বিষয়টি তদন্ত করছে থানা-পুলিশ।
কী কারণে হত্যা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা কারণ সম্পর্কে জানি না। অভিযুক্ত শিক্ষার্থী পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
জানা গেছে, সহপাঠীকে হত্যায় অভিযুক্ত রাজিন চৌধুরীর বাবার নাম ইকবাল চৌধুরী। তিনি পেশায় একজন আইনজীবী। রাজিনের মা ঢাকার বাইরের একটি কলেজের শিক্ষিকা।
সহপাঠীর হাতে জুবায়েরের হত্যার বিষয় জানতে চাইলে হত্যার ঘটনা জানলেও কারণ জানেন না বলে জানিয়েছেন কমার্স কলেজের অধ্যক্ষ আবু মাসুদ। তিনি বলেন, ‘ঘটনা জানার পরে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষকদের পাঠানো হয়েছে। তবে তাঁরাও হত্যার কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি।’
এদিকে নিহত শিক্ষার্থী জুবায়েরের মামা মো. নুরুজ্জামান বলেন, ‘সকালে কোচিং করার জন্য জুবায়ের বাসা থেকে বের হয়। পরে আর বাসায় না ফেরায় তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যায় কলেজের এক শিক্ষক জানায় তাঁকে হত্যা করা হয়েছে। এসে দেখি কমার্স কলেজের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলায় আমার ভাগনের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে কলেজের কিছু বন্ধুর সঙ্গে জুবায়েরের ঝগড়া হয়েছিল। ওই ঘটনায় কলেজের শিক্ষকেরা মিটমাট করে দেয়। তখন শিক্ষকেরা তাঁকে বলেছিল, তাঁর বন্ধুরা ভালো না। তাঁদের কাছ থেকে দূরে থাকতে। তাঁরাই জুবায়েরকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা।’
রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন ঢাকা কমার্স কলেজের এক শিক্ষার্থীর হাতে একই কলেজের আরেক শিক্ষার্থী খুন হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় কমার্স কলেজের পাশেই লাল বিল্ডিং এলাকায় ঘটনাটি ঘটে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের নাম জুবায়ের হাসান রাফিত (১৮)। তিনি কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সহপাঠীকে হত্যার অভিযোগ ওঠা শিক্ষার্থীর নাম রাজিন চৌধুরী। তাঁরা একই এলাকার বাসিন্দা।
নিহত জুবায়েরের গ্রামের বাড়ির নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তাঁর বাবার নাম আবুল বাশার। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। ঢাকায় মামার বাসায় থেকে পড়াশোনা করতেন। মিরপুর কমার্স কলেজের বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন তিনি।
ওসি মো. তারিকুজ্জামান বলেন, কমার্স কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর দ্বন্দ্বের জেরে এই হত্যা ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই বিষয়টি তদন্ত করছে থানা-পুলিশ।
কী কারণে হত্যা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ‘আমরা কারণ সম্পর্কে জানি না। অভিযুক্ত শিক্ষার্থী পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
জানা গেছে, সহপাঠীকে হত্যায় অভিযুক্ত রাজিন চৌধুরীর বাবার নাম ইকবাল চৌধুরী। তিনি পেশায় একজন আইনজীবী। রাজিনের মা ঢাকার বাইরের একটি কলেজের শিক্ষিকা।
সহপাঠীর হাতে জুবায়েরের হত্যার বিষয় জানতে চাইলে হত্যার ঘটনা জানলেও কারণ জানেন না বলে জানিয়েছেন কমার্স কলেজের অধ্যক্ষ আবু মাসুদ। তিনি বলেন, ‘ঘটনা জানার পরে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষকদের পাঠানো হয়েছে। তবে তাঁরাও হত্যার কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি।’
এদিকে নিহত শিক্ষার্থী জুবায়েরের মামা মো. নুরুজ্জামান বলেন, ‘সকালে কোচিং করার জন্য জুবায়ের বাসা থেকে বের হয়। পরে আর বাসায় না ফেরায় তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। সন্ধ্যায় কলেজের এক শিক্ষক জানায় তাঁকে হত্যা করা হয়েছে। এসে দেখি কমার্স কলেজের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলায় আমার ভাগনের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’
তিনি আরও বলেন, ‘কিছুদিন আগে কলেজের কিছু বন্ধুর সঙ্গে জুবায়েরের ঝগড়া হয়েছিল। ওই ঘটনায় কলেজের শিক্ষকেরা মিটমাট করে দেয়। তখন শিক্ষকেরা তাঁকে বলেছিল, তাঁর বন্ধুরা ভালো না। তাঁদের কাছ থেকে দূরে থাকতে। তাঁরাই জুবায়েরকে হত্যা করে থাকতে পারে বলে ধারণা।’
নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
৪ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
২৪ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
১ ঘণ্টা আগে