Ajker Patrika

সমস্যা দেখতে গিয়ে ওই বাসের চাপায় সুপারভাইজার নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৬: ২৪
সমস্যা দেখতে গিয়ে ওই বাসের চাপায় সুপারভাইজার নিহত

রাজধানীর তুরাগে বাসের সমস্যা দেখতে গিয়ে ওই বাসের চাপায় আলী আক্কাস (৩৮) নামের এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটির চালক রায়হান (৪২) পলাতক রয়েছেন। আজ বুধবার দুপুর ১টার দিকে তুরাগের প্রত্যাশা ব্রিজসংলগ্ন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ওই সুপারভাইজার ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি গ্রামের দেবুখার ছেলে। বর্তমানে তিনি তুরাগের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের পেছনে একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। এ ছাড়া প্রজাপতি পরিবহনের ঢাকা মেট্রো ব-১২-০০৪৩ নম্বরের বাসটিতে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। 

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন আজকের পত্রিকাকে জানান, প্রজাপতি পরিবহনের ওই বাসটি রাস্তার পাশে সাইড করে তারা দুপুরের খাবার খান। ওই সময় তাঁরা বলাবলি করছিলেন, গাড়িতে কোনো একটা সমস্যা আছে। গাড়ি থেকে আওয়াজ করে। পরে খাওয়া শেষ করে ওই গাড়ির ড্রাইভার রায়হান স্টিয়ারিংয়ে বসেন। আর সুপারভাইজার আলী আক্কাস গাড়ির নিচে সমস্যা দেখতে ঢোকেন। এমন সময় হঠাৎ করে গাড়িটি পেছন দিকে চলে এলে চাপা পড়ে মারা যান আলী আক্কাস। 

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, গাড়িটির পেছনে সুপারভাইজার দাঁড়িয়ে ছিলেন। স্টিয়ারিংয়ে ড্রাইভার ছিলেন। তখন গাড়িটি অন অবস্থায় ছিল। সেই সঙ্গে ঢালু জায়গায় নিউট্রাল অবস্থায় পার্ক করা ছিল। হঠাৎ করে গাড়িটি পেছনে চলে এলে ওই সুপারভাইজার চাপা পড়ে মারা যান। 

ওসি মেহেদী হাসান আরও বলেন, ওই ঘটনায় গাড়িটির ড্রাইভার পলাতক রয়েছেন এবং গাড়িটি আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত