নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানার জটিলতায় গত ১০ দিন ধরে যুক্তরাজ্যে সবজিসহ কোনো কার্গো রপ্তানি হচ্ছে না। এতে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ছেন দেশের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা যুক্তরাজ্যে লাউ, চালকুমড়া, পটোল, শিম, পেঁপেসহ বিভিন্ন ফল ও সবজি রপ্তানি করেন। বিমানবন্দরে স্ক্যানার নষ্ট হওয়ায় গত কয়েক দিন কোনো সবজি রপ্তানি করতে পারেননি। তাই সবজি ব্যবসায়ীরা ওই পণ্য বাজারে তিন ভাগের এক ভাগ দামে বিক্রি করে দিয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যুক্তরাজ্যে রপ্তানি পণ্য পরীক্ষার জন্য বিমানবন্দরে যে চারটি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) আছে, সেগুলোর মধ্যে দুটি কাজ না করায় এই জটিলতা তৈরি হয়েছে।
যুক্তরাজ্য ছাড়া আর কোনো দেশে কার্গো মালামাল পাঠাতে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চারটি ইডিএস মেশিনের মধ্যে দুটি খারাপ হয়েছে। এগুলো মেরামতের কাজ চলছে। এতে শুধু যুক্তরাজ্যে সবজিসহ কার্গো মালামাল রপ্তানি বন্ধ আছে। অন্য দেশে রপ্তানি হচ্ছে। খারাপ হয়ে যাওয়া দুটি ইডিএস মেরামত হলে আশা করি দুই সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যেও কার্গো রপ্তানি সম্ভব হবে।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে যেসব দেশে সবজি ও কৃষিপণ্য রপ্তানি হয়, তার মধ্যে যুক্তরাজ্য একটি। দেশটিতে কোনো পণ্য পাঠাতে হলে কঠোরভাবে নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করতে হয়। এ ক্ষেত্রে যুক্তরাজ্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা রয়েছে। গত ১০ মার্চ ইডিএস মেশিনের মধ্যে পুরোনো দুটি কাজ করা বন্ধ করে দেয়। নতুন যে দুটি মেশিন আছে, সেগুলোর বিষয়ে এখনো কোনো ছাড়পত্র দেয়নি যুক্তরাজ্য কর্তৃপক্ষ। এ কারণে এ দুটি ব্যবহার করে দেশটিতে কোনো পণ্য পাঠানো যাচ্ছে না।
বিদেশে সবজি রপ্তানিকারকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় ১২০ টনের মতো পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে যায়। এর মধ্যে ৮০ ভাগেরও বেশি রপ্তানি হয় যুক্তরাজ্যে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানার জটিলতায় গত ১০ দিন ধরে যুক্তরাজ্যে সবজিসহ কোনো কার্গো রপ্তানি হচ্ছে না। এতে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ছেন দেশের ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁরা যুক্তরাজ্যে লাউ, চালকুমড়া, পটোল, শিম, পেঁপেসহ বিভিন্ন ফল ও সবজি রপ্তানি করেন। বিমানবন্দরে স্ক্যানার নষ্ট হওয়ায় গত কয়েক দিন কোনো সবজি রপ্তানি করতে পারেননি। তাই সবজি ব্যবসায়ীরা ওই পণ্য বাজারে তিন ভাগের এক ভাগ দামে বিক্রি করে দিয়েছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যুক্তরাজ্যে রপ্তানি পণ্য পরীক্ষার জন্য বিমানবন্দরে যে চারটি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ইডিএস) আছে, সেগুলোর মধ্যে দুটি কাজ না করায় এই জটিলতা তৈরি হয়েছে।
যুক্তরাজ্য ছাড়া আর কোনো দেশে কার্গো মালামাল পাঠাতে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চারটি ইডিএস মেশিনের মধ্যে দুটি খারাপ হয়েছে। এগুলো মেরামতের কাজ চলছে। এতে শুধু যুক্তরাজ্যে সবজিসহ কার্গো মালামাল রপ্তানি বন্ধ আছে। অন্য দেশে রপ্তানি হচ্ছে। খারাপ হয়ে যাওয়া দুটি ইডিএস মেরামত হলে আশা করি দুই সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যেও কার্গো রপ্তানি সম্ভব হবে।’
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে যেসব দেশে সবজি ও কৃষিপণ্য রপ্তানি হয়, তার মধ্যে যুক্তরাজ্য একটি। দেশটিতে কোনো পণ্য পাঠাতে হলে কঠোরভাবে নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করতে হয়। এ ক্ষেত্রে যুক্তরাজ্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা রয়েছে। গত ১০ মার্চ ইডিএস মেশিনের মধ্যে পুরোনো দুটি কাজ করা বন্ধ করে দেয়। নতুন যে দুটি মেশিন আছে, সেগুলোর বিষয়ে এখনো কোনো ছাড়পত্র দেয়নি যুক্তরাজ্য কর্তৃপক্ষ। এ কারণে এ দুটি ব্যবহার করে দেশটিতে কোনো পণ্য পাঠানো যাচ্ছে না।
বিদেশে সবজি রপ্তানিকারকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় ১২০ টনের মতো পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে যায়। এর মধ্যে ৮০ ভাগেরও বেশি রপ্তানি হয় যুক্তরাজ্যে।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
১ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
২ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগে