সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে লোকসানের মুখে পড়েছেন ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলিচাষিরা। তাঁরা জানিয়েছেন, প্রতিটি কপির উৎপাদন খরচ ২৫ টাকা ছাড়ালেও এখন তা বিক্রি করতে হচ্ছে ৫-৭ টাকায়। এ অবস্থায় সরকারকে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল রোববার সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামে গিয়ে দেখা গেছে, জমি থেকে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছেন কৃষক আরিফ মিল্কি।
আরিফ মিল্কি বলেন, ‘এ বছর আমি ৬৩ শতাংশ জমি সনজমা (ভাড়া) রেখে ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি চাষ করেছি। প্রতিটি কপি চাষে খরচ পড়েছে ২৫ টাকা করে। তবে এখন বাজারদর অনুসারে ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি বিক্রি করতে হচ্ছে ৫-৭ টাকা করে। প্রতিটিতে আমার ২০ টাকা লোকসান হচ্ছে।’
কৃষক আরিফ আরও বলেন, ‘এ বছর আমার ৬৩ শতাংশ জমিতে কপি চাষে খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা এবং বিক্রি হয়েছে ৪০ হাজার টাকার মতো। এখনো অনেক কপি জমিতে আছে। চেষ্টা করছি সেগুলো দ্রুত বিক্রি করে লোকসান কমাতে। এখন পরিবার নিয়ে আমার চলাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারের কাছে অনুরোধ জানাই, ভর্তুকি দিয়ে আমাদের সহযোগিতা করা হোক।’
দক্ষিণ তাজপুর গ্রামের কৃষক মো. ফুলচান খান বলেন, ‘আমি ২৮ শতাংশ জমিতে ফুলকপি চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে ৪২ হাজার, বিক্রি করেছি ২২ হাজার টাকা। এতে আমার লোকসান হয়েছে ২০ হাজার টাকা।’
এদিন দুপুরে সিরাজদিখান বাজারে সরেজমিনে দেখা যায়, খুচরা বাজারে প্রতিটি ফুলকপি ১০-১৫, বাঁধাকপি ১৫-২০ এবং ব্রকলি ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সিরাজদিখান বাজারের সবজি বিক্রেতা মো. আনোয়ার হোসেন বলেন, ‘এ বাজারে বিভিন্ন গ্রাম থেকে আসে ফুলকপি, ব্রকলি ও বাঁধাকপি। আমি এখন ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি করছি। কৃষক থেকে ৫-১০ টাকা করে কিনেছি। আগের থেকে সব সবজির দাম কমেছে।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ‘চাহিদার চেয়ে জোগান বেশি হওয়ায় ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলির দাম পাচ্ছেন না কৃষক। আমরা সব সময় তাঁদের একই সঙ্গে ভিন্ন ভিন্ন ধরনের সবজি চাষের পরামর্শ দিয়ে আসছি। কিন্তু গতবার দাম বেশি পাওয়ায় সবাই একসঙ্গে কপি চাষ করেছেন। আগাম জাতের ফুলকপি চাষ হলে এ সমস্যা তৈরি হতো না।’
এ কর্মকর্তা আরও বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ফুলকপি ৭৫ হেক্টরে, বাঁধাকপি ৬৫ হেক্টরে, ব্রকলি ৪ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে লোকসানের মুখে পড়েছেন ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলিচাষিরা। তাঁরা জানিয়েছেন, প্রতিটি কপির উৎপাদন খরচ ২৫ টাকা ছাড়ালেও এখন তা বিক্রি করতে হচ্ছে ৫-৭ টাকায়। এ অবস্থায় সরকারকে ভর্তুকি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
গতকাল রোববার সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর গ্রামে গিয়ে দেখা গেছে, জমি থেকে ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছেন কৃষক আরিফ মিল্কি।
আরিফ মিল্কি বলেন, ‘এ বছর আমি ৬৩ শতাংশ জমি সনজমা (ভাড়া) রেখে ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি চাষ করেছি। প্রতিটি কপি চাষে খরচ পড়েছে ২৫ টাকা করে। তবে এখন বাজারদর অনুসারে ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি বিক্রি করতে হচ্ছে ৫-৭ টাকা করে। প্রতিটিতে আমার ২০ টাকা লোকসান হচ্ছে।’
কৃষক আরিফ আরও বলেন, ‘এ বছর আমার ৬৩ শতাংশ জমিতে কপি চাষে খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা এবং বিক্রি হয়েছে ৪০ হাজার টাকার মতো। এখনো অনেক কপি জমিতে আছে। চেষ্টা করছি সেগুলো দ্রুত বিক্রি করে লোকসান কমাতে। এখন পরিবার নিয়ে আমার চলাটাই দায় হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারের কাছে অনুরোধ জানাই, ভর্তুকি দিয়ে আমাদের সহযোগিতা করা হোক।’
দক্ষিণ তাজপুর গ্রামের কৃষক মো. ফুলচান খান বলেন, ‘আমি ২৮ শতাংশ জমিতে ফুলকপি চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে ৪২ হাজার, বিক্রি করেছি ২২ হাজার টাকা। এতে আমার লোকসান হয়েছে ২০ হাজার টাকা।’
এদিন দুপুরে সিরাজদিখান বাজারে সরেজমিনে দেখা যায়, খুচরা বাজারে প্রতিটি ফুলকপি ১০-১৫, বাঁধাকপি ১৫-২০ এবং ব্রকলি ১৫-২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সিরাজদিখান বাজারের সবজি বিক্রেতা মো. আনোয়ার হোসেন বলেন, ‘এ বাজারে বিভিন্ন গ্রাম থেকে আসে ফুলকপি, ব্রকলি ও বাঁধাকপি। আমি এখন ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি করছি। কৃষক থেকে ৫-১০ টাকা করে কিনেছি। আগের থেকে সব সবজির দাম কমেছে।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ‘চাহিদার চেয়ে জোগান বেশি হওয়ায় ফুলকপি, বাঁধাকপি ও ব্রকলির দাম পাচ্ছেন না কৃষক। আমরা সব সময় তাঁদের একই সঙ্গে ভিন্ন ভিন্ন ধরনের সবজি চাষের পরামর্শ দিয়ে আসছি। কিন্তু গতবার দাম বেশি পাওয়ায় সবাই একসঙ্গে কপি চাষ করেছেন। আগাম জাতের ফুলকপি চাষ হলে এ সমস্যা তৈরি হতো না।’
এ কর্মকর্তা আরও বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ফুলকপি ৭৫ হেক্টরে, বাঁধাকপি ৬৫ হেক্টরে, ব্রকলি ৪ হেক্টর জমিতে চাষ করা হয়েছে।
রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ রোববার রাতে তাঁকে রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ...
১ সেকেন্ড আগেনারায়ণগঞ্জের বন্দরে রনি (৩২) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের এলাহিপল্লী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রনি একই ইউনিয়নের মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন মিয়ার ছেলে। রাতে এলাহিপল্লী মোড়ে একদল দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
১৭ মিনিট আগেদেশের বিভিন্ন জেলার সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ সোমবার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে সারা বিশ্বে ঘোষিত ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ফিলিস্তিনের গাজায় চলমান ইজরায়েলি
২০ মিনিট আগেমানিকগঞ্জের সাটুরিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইয়াকুব পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ইয়াকুবকে গ্রেপ্তার করে।
২৪ মিনিট আগে