প্রতিনিধি
ঘাটাইল (টাঙ্গাইল): করোনাকালীন সময়ে ঘাটাইলের সদরে বেশ জনপ্রিয় ওয়ে ওঠেছে ছাদকৃষি। বাসার ছাদ বাগানগুলো বাহারি শাক, সবজি ও ফলমূল দিয়ে ভরে ওঠেছে। লকডাউনের সময় নাগরিকদের কাজের ক্ষেত্র হয়ে ওঠেছে এই ছাদকৃষি। এর ফলে অনেক পরিবারের বাজার নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমেছে।
উপজেলা রিসোর্স সেন্টারের ইস্ট্রাক্টর রাজিয়া সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, গতবছর মার্চ মাসে যখন দেশ লকডাউনে চলে গেলো তখন খুব হতাশ হয়ে পড়েছিলাম। বদ্ধ ঘরে সময় কাটছিল না। ফেসবুকের কল্যাণে ছাদকৃষির কথা আমাদের জানা ছিল। সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করলাম। স্থানীয় একটি কীটনাশক দোকান আমাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করায় কাজটি সহজ হয়েছে।
রাজিয়া সুলতানা আরও জানান, বাগানে ১৫ ধরনের শাক-সবজির আবাদ করছেন তিনি। এগুলো হলো পুঁই, কলমি, শশা, কুমড়া, পুদিনা, ডাঁটা, বেগুণ, পটল, বরবটি, পেঁপে, করলা, পেঁয়াজ, রসুল, লাউ, পাট। এছাড়া আছে বেশকিছু ধরনের মরিচ গাছ। গত একবছর বাজার থেকে কোনো মরিচ কিনেন নি বলেও জানান তিনি। এছাড়া সবজির পুরোটাই তার বাগানেই হয়।
সরকারি মাধ্যবিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দা আতিয়া সুলতানা বলেন, গৃহবন্দীত্বের সময়টা ছাদকৃষি করে কাটাচ্ছি। সময়টা যেমন দারুণ কাটছে। বাগানে প্রায় ১৪ প্রকারের শাক-সবজি হচ্ছে। ফলে পরিবারের সবজির চাহিদা পূরণ করতে পারছি।
ছাদকৃষির অন্যতম উদ্যোক্তা মওলানা সুপারমার্কেটের মালিক শরিফুল ইসলাম জানান, তার ছাদে কমপক্ষে ১৫ ধরনের শাক-সবজি ও ফলের আবাদ হচ্ছে। প্রতিদিনই তিনি সবজি ও ফল খেতে পারছেন। এতে বিপুল পরিমাণ অর্থের সাশ্রয় হচ্ছে। তিনি বাগানে জৈব সার ব্যবহার করেন।
ছাদকৃষি নিয়ে স্থানীয় উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপের গ্রুপের অ্যাডমিন শরিফুল ইসলাম বলেন, সেই গ্রুপে ৭০ জন সদস্য আছেন। সেখানে তারা প্রতিদিনই নিজেদের মধ্যে প্রয়োজনীয় আলাপ করেন। কারো বাগানে পোকা ধরলে কী করবেন তা শেয়ার করেন। কেউ নতুন জাতের কোনো সবজি বা ফলগাছ লাগালে পেইজে শেয়ার করেন। এতে অন্যেরা অনুপ্রাণিত হয় বলেও মন্তব্য করেন তিনি।
রূপালি ব্যাংকের ঘাটাইল শাখা ব্যবস্থাপক মামুন সিরাজী বলেন, ছাদকৃষি করার জন্য তার ব্যাংক প্রণোদনা ঋণ দিচ্ছে। যেকোনো উদ্যোক্তা অত্যন্ত কম সুদে ব্যাংক ঋণ নিয়েও ছাদকৃষি করতে পারেন।
ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ছাদকৃষি একটা দারুণ আইডিয়া। এর মাধ্যমে পারিবারিক শাক-সবজির চাহিদা যেমন মিটছে, তেমনি বাজারের উপর শহরের মানুষের নির্ভরতা অনেকটা কমছে। কোনো নাগরিক কৃষক যদি সহযোগিতা চান তবে আমার দপ্তর পূর্ণ সহযোগিতা দিবেন বলেও জানান তিনি।
ঘাটাইল (টাঙ্গাইল): করোনাকালীন সময়ে ঘাটাইলের সদরে বেশ জনপ্রিয় ওয়ে ওঠেছে ছাদকৃষি। বাসার ছাদ বাগানগুলো বাহারি শাক, সবজি ও ফলমূল দিয়ে ভরে ওঠেছে। লকডাউনের সময় নাগরিকদের কাজের ক্ষেত্র হয়ে ওঠেছে এই ছাদকৃষি। এর ফলে অনেক পরিবারের বাজার নির্ভরতা উল্লেখযোগ্য হারে কমেছে।
উপজেলা রিসোর্স সেন্টারের ইস্ট্রাক্টর রাজিয়া সুলতানার সাথে কথা হলে তিনি বলেন, গতবছর মার্চ মাসে যখন দেশ লকডাউনে চলে গেলো তখন খুব হতাশ হয়ে পড়েছিলাম। বদ্ধ ঘরে সময় কাটছিল না। ফেসবুকের কল্যাণে ছাদকৃষির কথা আমাদের জানা ছিল। সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করলাম। স্থানীয় একটি কীটনাশক দোকান আমাদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করায় কাজটি সহজ হয়েছে।
রাজিয়া সুলতানা আরও জানান, বাগানে ১৫ ধরনের শাক-সবজির আবাদ করছেন তিনি। এগুলো হলো পুঁই, কলমি, শশা, কুমড়া, পুদিনা, ডাঁটা, বেগুণ, পটল, বরবটি, পেঁপে, করলা, পেঁয়াজ, রসুল, লাউ, পাট। এছাড়া আছে বেশকিছু ধরনের মরিচ গাছ। গত একবছর বাজার থেকে কোনো মরিচ কিনেন নি বলেও জানান তিনি। এছাড়া সবজির পুরোটাই তার বাগানেই হয়।
সরকারি মাধ্যবিক বিদ্যালয়ের শিক্ষক সৈয়দা আতিয়া সুলতানা বলেন, গৃহবন্দীত্বের সময়টা ছাদকৃষি করে কাটাচ্ছি। সময়টা যেমন দারুণ কাটছে। বাগানে প্রায় ১৪ প্রকারের শাক-সবজি হচ্ছে। ফলে পরিবারের সবজির চাহিদা পূরণ করতে পারছি।
ছাদকৃষির অন্যতম উদ্যোক্তা মওলানা সুপারমার্কেটের মালিক শরিফুল ইসলাম জানান, তার ছাদে কমপক্ষে ১৫ ধরনের শাক-সবজি ও ফলের আবাদ হচ্ছে। প্রতিদিনই তিনি সবজি ও ফল খেতে পারছেন। এতে বিপুল পরিমাণ অর্থের সাশ্রয় হচ্ছে। তিনি বাগানে জৈব সার ব্যবহার করেন।
ছাদকৃষি নিয়ে স্থানীয় উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপের গ্রুপের অ্যাডমিন শরিফুল ইসলাম বলেন, সেই গ্রুপে ৭০ জন সদস্য আছেন। সেখানে তারা প্রতিদিনই নিজেদের মধ্যে প্রয়োজনীয় আলাপ করেন। কারো বাগানে পোকা ধরলে কী করবেন তা শেয়ার করেন। কেউ নতুন জাতের কোনো সবজি বা ফলগাছ লাগালে পেইজে শেয়ার করেন। এতে অন্যেরা অনুপ্রাণিত হয় বলেও মন্তব্য করেন তিনি।
রূপালি ব্যাংকের ঘাটাইল শাখা ব্যবস্থাপক মামুন সিরাজী বলেন, ছাদকৃষি করার জন্য তার ব্যাংক প্রণোদনা ঋণ দিচ্ছে। যেকোনো উদ্যোক্তা অত্যন্ত কম সুদে ব্যাংক ঋণ নিয়েও ছাদকৃষি করতে পারেন।
ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ছাদকৃষি একটা দারুণ আইডিয়া। এর মাধ্যমে পারিবারিক শাক-সবজির চাহিদা যেমন মিটছে, তেমনি বাজারের উপর শহরের মানুষের নির্ভরতা অনেকটা কমছে। কোনো নাগরিক কৃষক যদি সহযোগিতা চান তবে আমার দপ্তর পূর্ণ সহযোগিতা দিবেন বলেও জানান তিনি।
বরগুনার বেতাগীতে সিঁধ কেটে ঘরে ঢুকে নাসিমা বেগম (৫৫) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাসিমার স্বামী প্রায় ২০ বছর আগে মারা যান। এরপর নাসিমা আরেকটি বিয়ে করলেও তা বেশি দিন টিকেনি। তারপর থেকে তিনি প্রায় ১০ বছর যাবৎ নিজ বাবার বাড়িতে একা বসবাস করতেন।
৬ মিনিট আগেবরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন ভূঁইয়াকে স্থানীয় জনতা মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায়।
১৫ মিনিট আগেবগুড়ায় দুটি হত্যাকাণ্ডসহ তিনটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সদর উপজেলার ফাঁপোড় কৈচর পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৭ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা রাচির নিহতের ঘটনার প্রতিবাদে ও দ্রুত হত্যার বিচার নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হওয়া এ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
৪৩ মিনিট আগে