শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে লেপমোড়ানো মা-মেয়ের লাশ উদ্ধারের ১ বছর পর তাঁদের পরিচয় মিলেছে। এরপর গতকাল বুধবার রাতে পলাতক স্বামী শাহীন পাহার ও অটোচালক মো. হাশেমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ জেলা পিবিআই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ মার্চ দুপুরে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাক্ষম পাইকশা গ্রামের একটি পতিত জমি থেকে লেপমোড়ানো এক যুবতী নারী ও কন্যাশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। মুন্সিগঞ্জ পিবিআইয়ের ইন্সপেক্টর শাহিনুর আলমের ওপর মামলাটির তদন্তের দায়িত্ব পড়ে। তদন্তের ১ বছর পর গতকাল বুধবার রাতে শাহীনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শাহীনের স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অটোচালক মো. হাশেমকে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধারের ঘটনাস্থলে এসে শাহীন পাহার জানান, রিমতা তাঁর দ্বিতীয় স্ত্রী। তাঁর বাবার বাড়ি পাবনা সদর উপজেলায়। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি কামারগাঁও এলাকায় ভাড়া বাড়িতে রেখে গোপনে সংসার করতেন। তাঁদের সংসারে আমেনা নামের এক কন্যাসন্তানের জন্ম হয়। এরপর শাহীনের প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ের বিষয়টি জেনে যান। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
এর সূত্র ধরে ৭ মার্চ রাতে শাহীনের সঙ্গে দ্বিতীয় স্ত্রী রিমতারও ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে শাহীন স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ৮ মাসের কন্যাশিশু আমেনাকে একই কায়দায় হত্যা করেন তিনি। লাশ গুম করার জন্য লেপ দিয়ে মোড়ায়। পরে তাঁর পূর্বপরিচিত অটোরিকশাচালক হাশেমকে ডেকে আনেন। রাত পৌনে ১টার দিকে লাশ কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যান।
এরপর তিনি সিলেট, শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকেন। সর্বশেষ তিনি ঢাকায় অবস্থান নেন। শাহীন পাহার বালাসুর নতুন বাজার এলাকার তৈয়ব পাহারের প্রথম স্ত্রীর সন্তান। তাঁর প্রথম স্ত্রীর ঘরে ২ ছেলেসন্তান রয়েছে। অটোরিকশাচালক মো. হাশেমের বাড়ি টাঙ্গাইল। তিন এই এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ পিবিআইয়ের ইন্সপেক্টর শাহিনুর আলম জানান, ২ লাশের পরিচয় পাওয়া গেছে। ঘাতক স্বামী ও অটোচালককে গ্রেপ্তার করা হয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে লেপমোড়ানো মা-মেয়ের লাশ উদ্ধারের ১ বছর পর তাঁদের পরিচয় মিলেছে। এরপর গতকাল বুধবার রাতে পলাতক স্বামী শাহীন পাহার ও অটোচালক মো. হাশেমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মুন্সিগঞ্জ জেলা পিবিআই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৮ মার্চ দুপুরে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ব্রাক্ষম পাইকশা গ্রামের একটি পতিত জমি থেকে লেপমোড়ানো এক যুবতী নারী ও কন্যাশিশুর লাশ উদ্ধার করে পুলিশ। মুন্সিগঞ্জ পিবিআইয়ের ইন্সপেক্টর শাহিনুর আলমের ওপর মামলাটির তদন্তের দায়িত্ব পড়ে। তদন্তের ১ বছর পর গতকাল বুধবার রাতে শাহীনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। শাহীনের স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেপ্তার করা হয় অটোচালক মো. হাশেমকে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধারের ঘটনাস্থলে এসে শাহীন পাহার জানান, রিমতা তাঁর দ্বিতীয় স্ত্রী। তাঁর বাবার বাড়ি পাবনা সদর উপজেলায়। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি কামারগাঁও এলাকায় ভাড়া বাড়িতে রেখে গোপনে সংসার করতেন। তাঁদের সংসারে আমেনা নামের এক কন্যাসন্তানের জন্ম হয়। এরপর শাহীনের প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়ের বিষয়টি জেনে যান। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
এর সূত্র ধরে ৭ মার্চ রাতে শাহীনের সঙ্গে দ্বিতীয় স্ত্রী রিমতারও ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে শাহীন স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন। পরে ৮ মাসের কন্যাশিশু আমেনাকে একই কায়দায় হত্যা করেন তিনি। লাশ গুম করার জন্য লেপ দিয়ে মোড়ায়। পরে তাঁর পূর্বপরিচিত অটোরিকশাচালক হাশেমকে ডেকে আনেন। রাত পৌনে ১টার দিকে লাশ কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যান।
এরপর তিনি সিলেট, শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকেন। সর্বশেষ তিনি ঢাকায় অবস্থান নেন। শাহীন পাহার বালাসুর নতুন বাজার এলাকার তৈয়ব পাহারের প্রথম স্ত্রীর সন্তান। তাঁর প্রথম স্ত্রীর ঘরে ২ ছেলেসন্তান রয়েছে। অটোরিকশাচালক মো. হাশেমের বাড়ি টাঙ্গাইল। তিন এই এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ পিবিআইয়ের ইন্সপেক্টর শাহিনুর আলম জানান, ২ লাশের পরিচয় পাওয়া গেছে। ঘাতক স্বামী ও অটোচালককে গ্রেপ্তার করা হয়েছে।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪৩ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে